Jagrotobibek24

তথ্য, বিনোদন, সমাজ, বিজ্ঞান ও সাহিত্য সমৃদ্ধ একটি সুন্দর ব্লগ

Sponsored by: VINNOMATRA

GoRiseMe.com

Followers

Friday 25 December 2015

পবিত্র কোরআনের আয়াত সংখ্যা

আল্লাহর রহমত, দয়া প্রার্থনা করছি।

অনেকেই অনেক মত প্রকাশ করেন আয়াত সংখ্যা নিয়ে-
এখানে আমার মত অনেকের প্রশ্ন আসতে পারে-
তাহলে কি কোরআনের আয়াত সংখ্যার ঠিক নাই।

আসুন দেখি-
আচ্ছা, ১-১০০ পর্যন্ত সংখ্যা কয়টি। ১০০টি তাই তো।
আচ্ছা, ১-১০ পর্যন্ত সংখ্যা কয়টি। ১০টি
ঠিক আছে, ১০-২০ পর্যন্ত সংখ্যা কত। ১১টি

এখন ০-১০০ পর্যন্ত সংখ্যা কত। ১০১টি।

এভাবে বুঝতেই পারছেন মোট সংখ্যা ১০০টি
আমি ০ একটা সংখ্যা অংশ মনে করে বললাম ১০১টি

আবার ১০-২০ পর্যন্ত সংখ্যা গণনা করলে ১১টিই হবে

তাহলে দেখুন কেমন করে মতভেদটা হয়।
এভাবেই কিছু মতভেদ দেখা যাই পবিত্র কোরআনের এই সংখ্যা নিয়ে।


যেমন: বিসমিল্লাহির রাহমানির রাহীম
এটা একটা আয়াত হিসেবে অনেকে গণ্য করেন।

এটা নিয়ে তেমন বিভেদের বিষয় বলে মনে করাটা ভুল।
তবে যদি এমন হতো যে সূরা ফাহিতার আয়াত সংখ্যা ৯টি
তাহলে বিষয়টা আমলে নেয়া যেত আর পবিত্র কোরআনকে ভূল প্রমাণিত করা যেত।
কিন্তু এখানে দেখা যায় কোন সূরার বিষয়ে কোন মতভেদ নেই।

তবে মোট আয়াত সংখ্যা আমার দেখানো ১-১০০ সংখ্যার মত কিছু মতভেদ দেখা দিয়েছে।

সুতরাং পবিত্র কোরআনই সঠিক।

নিচের বিশদ দেয়া হলো:-



পবিত্র কোরআনের আয়াত সংখ্যা কত?
সবাই এই প্রশ্নের উত্তরে বলবে ৬৬৬৬। কিন্তু আয়াত সংখ্যা কি ৬৬৬৬? না। এই সংখ্যার উপর ওলামাগণের ইজমা বা ঐক্যমত নাই। বরং এটা প্রচার করেছে ইহুদ ক্রিস্টানরা। তাদের মাঝে একটা কুসংস্কার রয়েছে যে, যে সংখ্যায় ৬ সংখ্যাটি পর পর ব্যবহার হয় সে জিনিস বা সংখ্যাটি অপয়া। অর্থাত কোরআনকে আপয়া বলে প্রকাশ করতে তারা এ সংখ্যাটিকে প্রচার করে।
ওলামা ও ইসলামী পন্ডীতগণের মতে আয়াত সংখ্যা ৬২০০। কেও কেও বলেন এর চেয়ে কিছু বেশি। অনেকে বলেন আয়াত সংখ্যা ৬২০৫, ৬২১৪, ৬২১৬, ৬২২০, ৬২৩৬, ও ৬২৪৮ এর বেশি নয়।
এখন আপনার প্রশ্ন হতে পারে, কোরআনের আয়াত সংখ্যা নির্ধারিত নয় কেন?
এর উত্তর হল কোরআন লেখার সময় অনেকে পৃষ্ঠা মিলানোর জন্য একটি আয়াতকে দুইভাগে ভাগ করেছেন। ফলে পরবর্তীতে ঐ কোরআনকে অনুসরণ করে লিখতে গিয়ে ঐ এক আয়াতকে দুই আয়াত ধরেছেন। আবার কেও কেও অর্থ মোতাবেক দুটি আয়াতকে একত্রিত করে লিখেছেন। তাই এই সংখ্যাটি একটু এদিক ওদিক হয়েছে।
যেমন সূরা ফাতিহাকে হাদিসে সাবাত বলা হয়েছে। আর্থাত সাত সংখ্যা বিশিষ্ট আয়াত। যারা বিসমিল্লাহির রাহমানির রাহিমকে একটি আয়াত হিসেবে ধরেন তারা صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ এই আয়াতটিকেও একটি আয়াত হিসেবে ধরেন। তাই তারা যেসব নামাযে কেরাত উচ্চস্বরে পড়া হয় সেসব নামাযে بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ উচ্চস্বরে পড়েন। মধ্যপ্রাচ্যে যে সব কোরাআন মূদ্রিত হয় ঐগুলিতে এইরূপ দেখবেন।
আর বিপরীতে যারা بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ কে সূরা ফাতিহার আয়াত হিসেবে ধরন না তারা صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ কে একটা আয়াত এবং غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ আরেকটা আয়াত হিসেবে ধরেন। এই মতে বিশ্বাসীরা যেসব নামাযে কেরাত উচ্চস্বরে পড়া হয় সেসব নামাযে بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ উচ্চস্বরে পড়েন না। উপমহাদেশে যে সব কোরাআন মূদ্রিত হয় ঐগুলিতে এইরূপ দেখবেন। দুইভাবে সূরা ফাতিহার আয়াত সংখ্যা সাত হয়। এই কারণে কোরআনের আয়াত সংখ্যা একটু এদিক ওদিক হয়েছে। তাই আপনাকে কেও জিজ্ঞেস করলেন বলুন ৬২০০ এর একটু বেশি। কখনো বলবেন না ৬৬৬৬, কারণ এতে কুফরী বিশ্বাস জড়িত রয়েছে।
এখন আপনার প্রশ্ন হতে পারে যেসব নামাযে কেরাত উচ্চস্বরে পড়া হয় সেসব নামাযে بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ উচ্চস্বরে পড়বেন কিনা?
উচ্চস্বরে পড়ার ব্যাপারে যেমন ঐক্যমত রয়েছে তেমনি নিম্নস্বরে পড়ার ব্যাপারেও ঐক্যমত রয়েছে। তা্ই এই বিষয়ে তর্কে লিপ্ত না হয়ে যে কোন একটি অনুসরণ করলে নামায সিদ্ধ হবে।
https://www.facebook.com/islamiclibrarianbd/posts/485376418176852




****************************************************
প্রশ্ন: কোরআন শরীফের আয়াত সংখ্যা ৬৬৬৬ নাকি ৬২৩৬ টি?
প্রশ্নকারী: মাহমুদ।
উত্তর: কোরআনে কারীমের আয়াতের শুরু এবং শেষের ভিন্নতার কারণে, কোরআনে করীমের আয়াতের সংখ্যা কত এ নিয়ে উলামায়ে কেরামের মধ্যে হিসাবের ক্ষেত্রে বিভিন্ন মতামত রয়েছে।
তবে কোরআনে কারীমের আয়াতের সংখ্যা ৬০০০ হাজারের বেশি হওয়ার ব্যাপারে সকলেই একমত পোষন করেছেন।
নিম্নে উলামায়ে কেরামের প্রসিদ্ধ কয়েকটি মতামত দেয়া হল।
*এ ব্যাপারে মদীনা বাসিদের দুটি মত। এক-৬২১৭ টি
দুই-৬২১৪ টি ( ফতোয়ায়ে হাক্কানিয়া খ: ২, পৃ: ১৩২)
*মক্কা বাসিদের মতে কোরআনে কারীমের আয়াতের সংখ্যা ৬২২০ টি, যা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা:) এর দিকে নিসবত করা হয়। (ফতোয়ায়ে হাক্কানিয়া খ: ২, পৃ: ১৩২)
*কূফা বাসিদের নিকট আয়াত সংখ্যা ৬২৩৩ টি। (মছদারু চ্ছাবিক খ:২, পৃ: ১৩২)
*এ ব্যাপারে বসরা বাসিদের দুটি মত। এক-৬২০৫ টি।
দুই-৬২১৯ টি। (মছদারু চ্ছাবিক খ:২, পৃ: ১৩২)
*শাম বাসিদের মতে কোরআনে কারীমের আয়াত সংখ্যা ৬২২৬ টি ( ফতোয়ায়ে হাক্কানিয়া খ: ২, পৃ: ১৩২)
*এক বর্ণণা মতে আয়াত সংখ্যা ৬৬৬৬ টি। তবে এর সঠিক কোন ভিত্তি নেই।
*বর্তমানে আমাদের দেশে প্রচলিত কোরআনে কারীমের আয়াত গননা করে ৬২৩৬ টি আয়াত পাওয়া যায়।



উত্তর দাতা
মাও: মিজানুর রহমান
হাদীস ২য় বর্ষ
ইসলামিক বিসার্চ সেন্টার বাংলাদেশ।


Collected


No comments:

Post a Comment

International