ভিন্নমাত্রা প্রকাশনী থেকে বাংলাদেশের প্রথিতযশা কবি সাহিত্যিকদের বই প্রকাশিত হয়ে আসছে। গত বছর কবি আসলাম সানী সহ দেশ বরেন্য কবি সাহিত্যিকদের বই স্বত:স্ফূর্তভাবে প্রকাশিত হয়েছে। প্রকাশনীর উদ্যোগে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি এড. সাহারা খাতুন বলেছিলেন- কোন বই প্রকাশনীর অনুষ্ঠানে কবি সাহিত্যিকদের স্বত:স্ফূর্ত এতো উচ্ছাস জীবনে আমি কোনদিন দেখিনি।
ভিন্নমাত্রা প্রকাশনী এবারের বইমেলাকে সামনে রেখে সুস্থমস্তিষ্কে সুন্দরভাবে নির্ভূল বই প্রকাশের লক্ষে বই প্রকাশ করতে ইচ্ছুক কবি সাহিত্যিকদের বই মেলার যথেষ্ট সময় পূর্বেই পাণ্ডুলিপি হস্তান্তর করার জন্য বিশেষভাবে আহ্বান করছে।
ভিন্নমাত্রার বিশেষ কর্মসূচি-
- বইমেলা উপলক্ষে বিশেষ প্রুফ মাষ্টার নিয়োগ করা হয়েছে
- নিজস্ব ডিজাইনার
- অঙ্কন করার জন্য অভিজ্ঞতা সম্পন্ন আর্টিস
- বইমেলায় নিজস্ব স্টলসহ অন্যান্য স্টলে বুক সেলের ব্যবস্থা
- সরকারিভাবে গত বছর-২০১৬ ৪টি বই সিলেক্ট করা হয়েছিল। এবারে আশা করছি আরও বেশি ভিন্নমাত্রা প্রকাশনীর বই সিলেক্ট হবে। তবে আমরা এও আশা করছি আপনার লেখাগুলো যেন হয় অতি চমৎকার ও পাঠক রঞ্জক।
বি:দ্র: বইমেলা উপলক্ষে যেহেতু প্রেসে প্রচুর কাজের চাপ থাকে। তাই নিখুঁত, ঝকঝকে বই প্রকাশ করতে ইচ্ছুক কবি, সাহিত্যিকদের বইমেলার অন্তত ২-৩ মাস পূর্বে পাণ্ডুলিপি দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ
সম্পাদক
ভিন্নমাত্রা প্রকাশনী
০১৭১২-০০৫৯৫৮
No comments:
Post a Comment