Jagrotobibek24

তথ্য, বিনোদন, সমাজ, বিজ্ঞান ও সাহিত্য সমৃদ্ধ একটি সুন্দর ব্লগ

Sponsored by: VINNOMATRA

GoRiseMe.com

Followers

Sunday 13 March 2016

বিবেকবান মানুষ-

বিবেকবান মানুষ-

হাত দুটো আমারই। ডান হাতটাও আমার, বাম হাতটাও আমার। ডান হাতে চিমটি দিলে ব্যাথ্যা অনুভব করি, বাম হাতে চিমটি দিলে যে ব্যাথ্যা অনুভুত হবে না তা কিন্তু নয়। বাম হাতেও ব্যাথ্যা অনুভুত হবে। কিন্তু দুই হাতের কাজ বিশেষে ভিন্ন। চোখে খচখচ করলে ডান হাত দিয়ে পরিস্কার করি, কানের ময়লা পরিষ্কারে বাম হাত, খাওয়ার সময় ডান হাত কিন্তু নাক পরিষ্কার করার সময় বাম হাত দিয়ে। আর সকালে বাথরুমের কাজে কোন হাত? -উহুম ডান হাত নয়।


তাহলে বুঝা যায় হাত দুটো আমার হলেও এর কাজ ভিন্ন। কিন্তু ব্যাথ্যা অনুভবের ক্ষেত্রে কিন্তু অভিন্ন। তেমনই কিছু কাজ আছে যা সঠিক নিয়মে করতে হয়। তবে কিছু মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বিভিন্ন ফারাক সৃষ্টি করে বিভিন্ন বিষয় ভুলভাবে উপস্থাপন করে। দেশ, জাতি, পুরুষ-নারী, আইন সবই আজ প্রশ্নবিদ্ধ কোনটা ঠিক কোনটা ভুল। কিন্তু বিবেকবান মানুষেরা চিরকালই সত্য সঠিক পথে পরিচালিত হয়ে আসছে। কেউ তাদের বিপথগামী করতে পারিনি পারবেও না। বিবেকবান মানুষ জানে-
জীবনে যত সমস্যা তত শিক্ষা



প্রসঙ্গছাড়া-
* আচ্ছা যদি কোন ব্যক্তির একহাত থাকে ধরেন বাম আছে তাহলে কি হবে?
** যা হবার কথা নয় তাই হবে-

* আচ্ছা যদি এমন সমস্যার সৃষ্টি হয় যা সমাধান করা যায় না তখন কি হবে?
** বড় করে লিখতে হবে সমস্যা নাই অথবা চিৎকার করে বলতে হবে কোন সমস্যা নাই।

No comments:

Post a Comment

International