ব্ন্ধু
বলি কারে?
মীর জাহান
মীর জাহান
ব্ন্ধু বলি
কারে ?
ডানে কিংবা বামে ,
ব্ন্ধু ভেবে কাছে এলে
মাথা ও পা ঘামে !
হাত বাড়িয়ে চাইলে কিছু
চোখটা নীচে নামে ,
সহযোগী বন্ধু হলে
মাঝপথে কেউ থামে ?
ডানে কিংবা বামে ,
ব্ন্ধু ভেবে কাছে এলে
মাথা ও পা ঘামে !
হাত বাড়িয়ে চাইলে কিছু
চোখটা নীচে নামে ,
সহযোগী বন্ধু হলে
মাঝপথে কেউ থামে ?
বন্ধু কেউ
বা ভাবায় ,
বন্ধু আবার দাবায় ,
বন্ধু কেউ তো নিয়ে চলে
মসজিদে আর কাবায় ।
বন্ধু আবার দাবায় ,
বন্ধু কেউ তো নিয়ে চলে
মসজিদে আর কাবায় ।
বন্ধু সুজন
হলে
মন্দ কেউ কি বলে !
বন্ধু হবার সুযোগ নিয়ে
ক্ষতি করেই চলে ?
মন্দ কেউ কি বলে !
বন্ধু হবার সুযোগ নিয়ে
ক্ষতি করেই চলে ?
বন্ধু কর
বন্দী ,
ভালবাসায় সন্ধি ,
ছলাকলা নয় তো মোটেই
হও শুধু সুখনন্দী ।
ভালবাসায় সন্ধি ,
ছলাকলা নয় তো মোটেই
হও শুধু সুখনন্দী ।
লেখক: কবি ও কথাসাহিত্যিক
No comments:
Post a Comment