এইউবিতে বিজয় দিবসে নানান কর্মসূচি
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উদ্যোগে বিজয়ের ৪৬তম বর্ষ জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, র্যালি এইউবিতে বিজয় দিবসের র্যা লী, এইউবির প্রতিষ্ঠাতা ও উপাচায আবুল হাসান সাদেক সম্পাদিত “বিজয়ের চেতনা” বইয়ের মোড়ক উন্মোচনসহ নানামুখী কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। 
সকাল ৯.৩০টায় বিশ্ববিদ্যালয়ের আয়েশা মিলনায়তনে এইউবির প্রো-ভিসি অধ্যাপক ডঃ এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, এইউবির প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক ডঃআবুল হাসান মুহাম্মদ সাদেক,  বিশেষ অতিথি ছিলেন,ট্রাস্টি  র্বোডরে চেয়ারম্যান ড; জাফার সাদেক, ইঞ্জিনিয়ার এ এফ এম ফারুক।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রধান মোঃ আতাউর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পরীক্ষা নিয়ন্ত্রক কে এম মনিরুল ইসলাম,ইসলামের ইতিহাস ও সভ্যতা বিভাগীয় প্রধান ডঃ আমিরুল ইসলাম,সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শামসুজ্জামান প্রমুখ।
 
 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment