গ্রন্থমেলায় আসছে মোহাম্মদ অংকন-এর
শিশুতোষ গল্পের বই ‘দুষ্টুদেরও বুদ্ধি আছে’
বিশেষ প্রতিনিধি: অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এ প্রকাশ হতে যাচ্ছে শিশুসাহিত্যিক মোহাম্মদ অংকন’র শিশুতোষ গল্পের বই ‘দুষ্টুদেরও বুদ্ধি আছে’। ১৬ পৃষ্ঠা তথা ২ ফর্মার ১০০ গ্রাম পারটেক্স কোম্পানির অফসেট কাগজে ভেতরের পাতা এবং প্রতিটি পাতায় অলঙ্করণসহ ৪ রঙের নজরকাড়া প্রচ্ছদে বইটি প্রকাশ করছে সিলেটের ‘পাঁপড়ি প্রকাশ’। বইটিতে মোট পাঁচটি মজার ও শিক্ষণীয় গল্প থাকছে। পাঁপড়ি প্রকাশের স্বত্বাধিকারী কামরুল আলম বলেন, ‘উদিয়মান তরুণ লেখক মোহাম্মদ অংকন-এর বইটি প্রকাশ করতে পেরে আমি আনন্দিত। তিনি পত্র-পত্রিকার নিয়মিত লেখক ও পরিচিত মুখ বলে প্রকাশনীর প্রোডাকশন খরচে বইটি প্রকাশ করছি। শুধু তাই নয়, পাঁপড়ি প্রকাশের স্টল ছাড়াও রকমারি ডটকমসহ বিভিন্ন বুকস্টলে বইটি বিক্রয়ের জন্য রাখা হবে এবং বিক্রিত বইয়ের ৩০% রয়েলিটি আয় প্রদান করা হবে।’
জানা যায়, মোহাম্মদ অংকন এক দশকের বেশি সময় ধরে লেখালেখি করছেন। তবে এবারই তার প্রথম বই প্রকাশ হচ্ছে। প্রথম বই প্রকাশের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘বই প্রকাশের সাধ থাকলেও সাধ্য না থাকায় এতদিন বই প্রকাশ করতে পারি নাই। তবে এবার বই প্রকাশের সুযোগ পেয়ে ও অমর একুশে গ্রন্থমেলায় আমার বই থাকবে ভেবে ভাল লাগছে। আশা করছি, বইটি শিশু-কিশোদের মন ও মনন বিকাশের সহায়ক হবে।’
উল্লেখ্য, মোহাম্মদ অংকন নাটোর জেলার সিংড়া উপজেলার সম্ভ্রান্ত মন্ডল পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমানে উচ্চশিক্ষা অর্জনের জন্য ঢাকায় অবস্থান করছেন। তিনি বেশ কিছু জাতীয় দৈনিকের নিয়মিত কলামিস্ট। এছাড়া প্রতিনিয়ত বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর গল্প, কবিতা, রম্য প্রকাশ হয়ে থাকে। তিনি আজীবন সাহিত্যি সাধনায় মগ্ন থেকে মানুষের ভালবাসা অর্জন করতে চান।
No comments:
Post a Comment