Jagrotobibek24

তথ্য, বিনোদন, সমাজ, বিজ্ঞান ও সাহিত্য সমৃদ্ধ একটি সুন্দর ব্লগ

Sponsored by: VINNOMATRA

GoRiseMe.com

Followers

Friday 11 December 2015

শান্তি চাই এহকালে ও পরকালে

ভেবেছিলাম সাধারণভাবেই (সাদামাটাভাবে) জীবনটা কাটিয়ে দিব
কিন্তু না, তা আর হলনা। বাস্তবতা বড়ই কঠিন, যতই সাধাসিধা
জীবন চলার চেষ্টা করছি ততই যেন আমার জীবন সংকীর্ণ হয়ে
আসছে। কেনযেন অভাব, কর্ণকাঠিণ্য কথা, প্রাদূর্ভাব চিন্তার
বাস্তবা আমাকে ঘিরে' ঘিরে ধরছে। তাই একটু ‌‌‌'একটু' জীবনটা
সংকীর্ণতার হাত থেকে দুরে থাকতে সিংহের মত গর্জন ছেড়ে
মাথাটা ঝাকালাম মাত্র তাও আবার নিজ জায়গা থেকে। যদি গর্জন
ছেড়ে দৌড় দেয় তাহলে নিশ্চয় ভাল কিছু পাব কিন্তু পরকাল বিফলে।
তাই শত কষ্ট পেলেও ততটা বিপথগামী হবো যতটা সংকীর্ণতায় ভুগলে
জীবনটা মৃত্যুডোরে পতিত না হয়। শুধু বেঁচে থাকার তাগিদেই
যেন আমার জীবন চলা হয় বিলাসিতার জন্য নয়। বেঁচে থাকার
তাগিদ এই দুনিয়ায় যতটা সুখ তুমি (খোদা দিয়েছো) তাঁর
উপলব্ধি আর অনন্তময় জীবনের সুখের অস্বাদন গ্রহণের স্বীয়
আকাঙ্খা....


মুহাম্মদ জসিম উদ্দীন..
১২/১২/১৫ ইং
Own

No comments:

Post a Comment

International