টেইলার্সের দোকানে ড্রেস বানাতে দিলে তার দোকানে যে ড্রেসটা বানানো হয়েছে তার একটা চিহ্ন স্বরূপ লোগে লাগিয়ে দেয়, বড় বড় কোম্পানী গুলো তাদের তৈরীকৃত পন্যের গায়ে তাদের নিজস্ব লোগো লাগিয়ে দেয়, কোন মানুষ কিছু আবিষ্কার করলে তার কিছু চিহ্ন রেখে দেয়। এভাবে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কিছু চিহ্ন রেখে দেয় যা তার উৎপাদনের ফসল। তদ্রুপ মহান সৃষ্টিকর্তা তার বান্দাদের সৃষ্টির চিহ্ন স্বরূপ ডান হাতের পাঁচ আঙ্গুল সামনের দিকে মেলে ধরলে স্পষ্ট বুঝা যায়। কনিষ্ট আঙ্গুল আলিফ, তর্জনী, মধ্যমা আর শাহাদাৎ আঙ্গুল ডাবল লাম আর বৃদ্ধা আঙ্গুল হা, এভাবে হলো আল্লাহু। তিনি মহান আল্লাহ' এমন কিছু বান্দার সৃষ্টির রহস্যের মধ্যে রেখে দিয়েছেন যা এই পৃথিবীতে একত্রিত করেও একটা অনু তৈরী করা সম্ভব নয়। বিস্তারিত এই লিংকে-
https://www.youtube.com/watch?v=o8iFjj9V_vA&feature=youtu.be
এরপরও কিছু খোদাভীরু হবেন না............?
মুহাম্মদ জসিম উদ্দিন
১৮-০১-১৬
https://www.youtube.com/watch?v=o8iFjj9V_vA&feature=youtu.be
এরপরও কিছু খোদাভীরু হবেন না............?
মুহাম্মদ জসিম উদ্দিন
১৮-০১-১৬
No comments:
Post a Comment