Jagrotobibek24

তথ্য, বিনোদন, সমাজ, বিজ্ঞান ও সাহিত্য সমৃদ্ধ একটি সুন্দর ব্লগ

Sponsored by: VINNOMATRA

GoRiseMe.com

Followers

Saturday, 11 June 2022

রাসূল স. এর বিবাহ ও সেকালের বিবাহ প্রথা

 




মোহাম্মদ (সাঃ) আয়েশা (রাঃ) কে ৬ বছর বয়সে বিবাহ করে এবং
৯ বছর বয়সে মা আয়েশা (রাঃ) সাথে সংসার জীবন শুরু করে..
সে সময়ে নারীদের এমন বয়সেই বিবাহ হতো,, সে কালে নারীরা এরকম বয়সেই প্রাপ্তবয়স্কা হতো,,
চলেন আমরা,, হিন্দু ধর্মের কিছু ইতিহাস জেনে আসি...
হিন্দু ভাই / বোনেরা যাদের কে উপাসনা করে/ দেবতা মানে,
তাদের ইতিহাস...
রামচন্দ্র যখন সীতাকে বিয়ে করে,,তখন সীতার বয়স ছিল ৬ বছর,, রেফারেন্স ( স্কন্দ পুরাণ, ৩.২.৩০.৮-৯) ও বাল্মিকীর রামায়ণ, অরন্য খন্ড ( ৩.৪৭.৩ -১০)…
তারা জয় শ্রী রাম বলে যাদের উপাসনা করে,, তাদের ঈশ্বর ৬ বছরের সীতা কে বিয়ে করে শিশু কামী হলো না..!!!
আর মোহাম্মদ সাঃ ৬ বছরে বিয়ে করে ৯ বছর বয়সে সংসার করাই,, মোহাম্মদ সাঃ শিশুকামী হয়ে গেলো..!!!
তার পর আসেন,,
শ্রী কৃষ্ণ যখন রুক্মিণী কে বিয়ে করে,, তখন তার বয়স ছিল ৮ বছর,, রেফারেন্স (স্কন্দ পুরাণ ৫.৩.১৪২.৮-৭৯)
শ্রী কৃষ্ণ যখন রুক্মিণীর সাথে যৌনক্রিয়া শুরু করে, তখন
সে পরিপূর্ণভাবে বেড়ে উঠিনি এবং যৌনতা সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না, ফলে শ্রী কৃষ্ণ যৌনক্রিয়া করায় রুক্মিণী জ্ঞান হারিয়ে ফেলে,, রেফারেন্স ( ব্রাহ্ম, বৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্ম খন্ড ১১২,১-১০)। তাদের ঈশ্বর ৮ বছরের রুক্মিণী কে বিয়ে করে শিশুকামী হলো না, মোহাম্মদ সাঃ শিশুকামী হয়ে গেলো.!!
শিব যখন পার্বতী কে বিয়ে করে, তখন তার বয়স ছিল ৮ বছর
রেফারেন্স (শিব পুরাণ, রন্দ্র সংহিতা পার্বতী খন্ড ৩.১১,১-২)
তাদের ঈশ্বর শিশুকামী হলো না,, মোহাম্মদ সাঃ শিশুকামী হয়েগেলো..!!!
এইতো কয়েক বছর আগের ঘটনা,,
রবিন্দ্রনাথ ১০ বছর বয়সের ম্রিনালি দেবী কে বিয়ে করে এবং
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ৫ বছরের এক মেয়েকে বিবাহ করে,,
যাকে সাহিত্য সম্রাট বলে থাকি,,তারা শিশু কামী হলো না,,মোহাম্মদ সাঃ শিশুকামী হয়ে গেল..!!
চলেন ১০০ থেকে ২০০ বছর আগে মানুষের বিবাহের গল্প শুনে আসি,, মাত্র ১৩০ বছর আগে পৃথিবীর বিভিন্ন দেশে বিয়ের সর্বনিম্ন বয়স ছিল
ডেনমার্ক - ১২ বছর,,রাশিয়া - ১০ বছর,, ফ্রান্স - ১০ বছর,
কানাডা - ১২ বছর, ক্যালোফোর্নিয়া - ১০ বছর,, তার মানে ১৮৮০ - ১৯২০- ২০০৭ সালে মেয়েদের বিবাহের গড় ছিল (১০,১১,১২) বছর, , এটা ২০০/১০০ বছর আগে বিয়ে ঘটনা,, আর মোহাম্মদ সাঃ তো ১৪০০ বছর আগে বিয়ে করেছিলেন,, তাহলে সে সময়ে বিয়ের গড় কেমন হবে চিন্তা করেন..!!
তার চেয়ে মজার বিষয় হলো,, আগের কালের কাফের মুশরিকরা নবীজি কে,, পাগল/ জাদুঘর / গনক বলে মিথ্যাচার করতো, কিন্তু নারীলোভী / শিশুকামী বলে গালি দিত না..কেন জানেন,, কারণ তারা ভালো ভাবেই জানতো যে মোহাম্মদ সাঃ এর ধারেকাছেও ছিলো না,, নবীজি কে কাফেরা অফার করেছিলো,, আরবে সব সুন্দরী নারী তার হাতে তুলে দিবে,,যাতে মানুষকে তিনি আল্লাহর পথে আহ্বান না করেন,,কিন্তু তাদের এরকম অফার ব্যর্থ হলো,, ভালোভাবে লক্ষ্য করে দেখেন,,তারা মোহাম্মদ সাঃ কে নানা ভাবে মিথ্যাচার করতো,,কিন্ত ৬ বছরের আয়েশা রাঃ বিয়ে করে ৯ বছর বয়সে সংসার জীবন যদি আপরাধ হতো,,!! তাহলে আগের কালের কাফের মুশরিকরা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না,,কিন্তু তারা এরকম বলেন নি কেন,,কারণ আগের কালে আরব দেশের ৬-৮ বছর বয়সেই বিবাহ হতো,,এবং এই বয়সই ছিল,, তাদের প্রাপ্ত বয়স,,
এইতো কয়েক বছর আগের ঘটনা,, যে সময় হিন্দু সমাজে ১১ বছর বয়সী মেয়েদের বিয়ে না দিতে পারলে,, তাদেরকে অভিশাপ মনে করতো,এবং অভিবাকের নরকে যাওয়ার হুমকির প্রথাও চালু ছিলো,, আর মোহাম্মদ সাঃ তো ১৪০০ বছর আগে বিবাহ করে ছিলেন,, তাহলে ভেবে দেখুন,, ১৩০ বছর আগের মেয়েদের যদি ৮-১০ বছর বয়সে বিবাহ হয়,,তাহলে ১৪০০ বছর আগে মেয়েদের প্রাপ্ত বয়স কত ছিলো..!!!


No comments:

Post a Comment

International