জঙ্গীদের সূত্রপাত
মুহাম্মদ মাসুম বিল্লাহ
পত্রিকা আর টেলিভিশন
এক নিউজে ভরা সব,
জঙ্গী এলো, জঙ্গী গেলো
সবই দেখি পরাভব।
কিন্তু এরা কেমন করে
জঙ্গী হওয়ার সুযোগ পায়,
সবার আগে উত্তর দিন
শ্রদ্ধাভাজন বাপও মায়।
একই সাথে বলতে হবে
সম্মানিত শিক্ষকগণ,
পড়ালেখার পাশাপাশি
কেন অন্য আয়োজন!
মহান পেশার শিক্ষাগুরু
মহান আপনার কর্ম,
শিক্ষা দিন ঐ ছেলেদের
সঠিক তথ্য-ধর্ম।
তাইতো সবার ভাবতে হবে
সন্তানেরই ভবিষ্যত,
সবার দাবী ঐক্য গড়ো
করছি আমি সহমত।
আপনার ছেলের বন্ধু কারা
কার সাথে সে আড্ডা দেয়,
পড়ালেখায় ফাঁকি দিয়ে
কী কারণে বাড্ডায় যায়।
আড্ডা খুঁজুন, বাড্ডা খুঁজুন
আরও খুঁজুন মোবাইল ফোন,
মাঝে মাঝে ব্যাগও খুঁজুন
আরও খুঁজুন ছেলের মন।
এক নিউজে ভরা সব,
জঙ্গী এলো, জঙ্গী গেলো
সবই দেখি পরাভব।
কিন্তু এরা কেমন করে
জঙ্গী হওয়ার সুযোগ পায়,
সবার আগে উত্তর দিন
শ্রদ্ধাভাজন বাপও মায়।
একই সাথে বলতে হবে
সম্মানিত শিক্ষকগণ,
পড়ালেখার পাশাপাশি
কেন অন্য আয়োজন!
মহান পেশার শিক্ষাগুরু
মহান আপনার কর্ম,
শিক্ষা দিন ঐ ছেলেদের
সঠিক তথ্য-ধর্ম।
তাইতো সবার ভাবতে হবে
সন্তানেরই ভবিষ্যত,
সবার দাবী ঐক্য গড়ো
করছি আমি সহমত।
আপনার ছেলের বন্ধু কারা
কার সাথে সে আড্ডা দেয়,
পড়ালেখায় ফাঁকি দিয়ে
কী কারণে বাড্ডায় যায়।
আড্ডা খুঁজুন, বাড্ডা খুঁজুন
আরও খুঁজুন মোবাইল ফোন,
মাঝে মাঝে ব্যাগও খুঁজুন
আরও খুঁজুন ছেলের মন।
বি:দ্র: বাড্ডা-রূপক অর্থে ব্যবহার করা হয়েছে।

মুহাম্মদ মাসুম বিল্লাহ
সম্পাদক:
মাসিক ভিন্নমাত্রা
০১৭১২-০০৫৯৫৮
Muhammad Masum Billah

No comments:
Post a Comment