বর্বরতার নির্মমতা
আ.খ. ম মাহফুজুর রহমান
এ কি পাষন্ডতা ও নিষ্ঠুরতা চলছে হিরোশিমাকেও হার মানায়,
রোহিঙ্গা মুসলমানেরা মিয়ানমার সেনাবাহিনীর কাছে অসহায়।
অসহায় তাদের জীবন, সেনাবাহিনীর অত্যাচারে বিপন্নমানবতা,
মায়ের কোল থেকে শিশুদের ছিনিয়ে নিয়ে করছে তাদের হত্যা।
এত জঘন্য এত নিষ্ঠুর মিয়ানমারের সেনাবাহিনীর নির্মম অত্যাচার,
রোহিঙ্গা মুসলমান নর-নারী, যুবক-যুবতী, শিশুদের করছে সংহার।
সেনাবাহিনীর কবল থেকে রেহাই পেতে রোহিঙ্গারা আসছে বাংলাদেশে,
সীমান্ত পাড়ি দিয়ে নাফ নদী পেরিয়ে আসছে আমাদের এই দেশে।
প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা মুসলিম নর-নারী নিচ্ছে আশ্রয়,
টেকনাফ, কুতুব পালং ও বালি দ্বীপ বাংলাদেশের বিভিন্ন জায়গায়।
ছোট ছোট অসংখ্য শিশুদের উপর মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন,
রোহিঙ্গা মুসলমান নারীদের উপর চালাচ্ছে সেনাবাহিনীর নির্মম ধর্ষণ।
সেনাবাহিনীর এই সব নির্যাতন থেকে বাঁচতে আসছে তাদের ঘরবাড়ী ছেড়ে,
কেহ বাবা ও মা হারিয়ে, কেহ স্বামী সন্তান হারিয়ে আসছে বাংলার এপাড়ে।
সেনাবাহিনীর অত্যাচারের কারণে এসেছে ৪ লক্ষাধিক রোহিঙ্গা জনগণ,
বাংলাাদেশ সরকার ও বিভিন্ন সংস্থার সদস্যগণ তাদেরকে দিচ্ছে ত্রাণ।
মাসের পর মাসে রোহিঙ্গা শরণার্থীদেরকে দেশ কি লালন করতে পারবে,
যদিও শেখ হাসিনা বলেছেন, আমার জনগন খেতে পারলে তারাও খাবে।
রোহিঙ্গাদের এই প্রকট সমস্যা সমাধানে বিশ্ববাসী যদি না আসে এগিয়ে,
রোহিঙ্গা জনগণের সমস্যা হবে না সমাধান, তাদের মাতৃভূমি পাবেনা ফিরিয়ে।
লেথক: কবি ও কথাসাহিত্যক
No comments:
Post a Comment