বিশ্ব মানবতা
কাজী মুহাম্মদ জিশান আহমাদ
কেন আঘাতে আঘাতে মৃত্যুর দিকে
ঠেলে দিচ্ছ তাদের
দিচ্ছ তপ্ত সীসা দিয়ে একেবারে
অথবা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বারেবারে।
কি অমার্জনীয় অপরাধ করেছে তারা?
তারা তো মুসলমান
এই ঠুনকোই তাদের অপরাধ?
করেছে কি তারা মানুষ খুন?
সেতো তারা করেনি।
বিবেকের দৃষ্টি মেলে দেখো
কি অব্যক্ত দৃষ্টি ভাব ফুটেছে
তাদের চোখে মুখে
কি ক্ষুধা তাদের পেটে
আর কি ব্যথা তাদের বুকে।
মতাদর্শের কথা বলে
করেছো শির খাড়া
স্টিমরোলার চালিয়ে
প্রতিপক্ষকে করেছো তাড়া।
এই প্রতিপক্ষ কারা?
করো জিজ্ঞেস মনকে দিয়ে নাড়া।
দেখবে ওরাও মানুষ ঠিক তোমাদেরই মতো,
ওদেরও আছে বাবা, মা, ভাই-বোন তত
সন্তান, স্ত্রী তোমাদেরও আছে যত।
মানুষকে ভালোবেসে
গুণ আছে যার ক্ষমার
সেতো মানুষ প্রকৃত মানুষ
বলে অবতার,
কোটি পাপের মাফ থাকলেও
মাফ নাই হত্যার।
সকল ধর্ম এক সুরে
ওরে হত্যাকারী হতচ্ছার,
পাপ পূণ্য বিচারের ভার
শুধুই সৃষ্টিকর্তার।
হে বিধাতা, আমিও তোমার
কন্ঠে কন্ঠ মিলিয়ে বলতে চাই
রে মানুষ, অনেক উদ্ধত্য
দেখিয়েছো, দেখিয়োনো আর
তোমার হাতে নেই ক্ষমতা
এক মুহূর্ত বেঁচে থাকার।
অতএব অপেক্ষা কিসের আর?
আসো ধর্ম-বর্ণ মতাদর্শকে ছুড়ে ফেলি
সৌর বলয়ের ঐপারে।
হাতে হাত, কাঁধে কাঁধ
মিলিয়ে হাল ধরি বিশ্ব মানবতার।
লেখক: কবি ও কথাসাহিত্যক
No comments:
Post a Comment