Jagrotobibek24

তথ্য, বিনোদন, সমাজ, বিজ্ঞান ও সাহিত্য সমৃদ্ধ একটি সুন্দর ব্লগ

Sponsored by: VINNOMATRA

GoRiseMe.com

Followers

Sunday 29 October 2017

পথ শিশু - মকবুল হামিদ






পথ শিশু
মকবুল হামিদ


আমি হলাম পথের শিশু
থাকি রাস্তাঘাটে,
মাঝেমধ্যে ফুটপাটেতে
কিংবা খেলার মাঠে।

দুমুঠো ভাত পাই না খেতে
অনাহারে রোজ,
খিদের জ্বালায় চিৎকার করি
নেয় না কেহ খোঁজ।

ছেঁড়া পোষাক পরে থাকি
দ্বারে দ্বারে যাই,
দুটো পয়সা চাইলে বলে
তাদের কাছে নাই।

শীতের সময় উদোম গায়ে
রাস্তায় পড়ে রই,
খাবার,পানি কিংবা পোষাক
পাবো বলো কই?

ঈদ আসিলে সবাই মিলে
নতুন পোষাক পরে,
এসব দেখে চক্ষু বেয়ে
অশ্রু ঝরে পড়ে।

কাছে টেনে নেয় না কেহ
গরিব ছেলে বলে,
খেলতে গেলে ছেলেমেয়ে
নেয় না তাদের দলে।

বিয়ে কিবা অনুষ্ঠানে
কত্তজনে যায়,
সেথায় গিয়ে সবাই মিলে
পোলায় মোরগ খায়।

কি হতো ভাই আমায় নিলে
সম্মান কমে যেতো?
ও বুঝেছি আমায় নিলে
বকাঝকা খেতো।

গরী ঘরে জন্ম নিয়ে
পথে পথে ঘুরি,
ঘুরছি আমি পথে পথে
করি নাতো চুরি।

বন্ধু সুজন ও প্রিয়জন
একটু শুনে যাও,
আবহেলা আর করো না
বাঁচতে আমায় দাও।


No comments:

Post a Comment

International