Jagrotobibek24

তথ্য, বিনোদন, সমাজ, বিজ্ঞান ও সাহিত্য সমৃদ্ধ একটি সুন্দর ব্লগ

Sponsored by: VINNOMATRA

GoRiseMe.com

Followers

Monday, 23 October 2017

হতভাগ্য ওরা -poem by মুহাম্মদ সেলিম রেজা




হতভাগ্য ওরা
মুহাম্মদ সেলিম রেজা

জন্ম থেকেই বটগাছের ডগায় ওদের বসবাস
একটুকরো মাটি পাবার জন্য লড়াই করেছে
নিজেকে একটুখানি স্বাধীন করার জন্য
সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে।

সেই বৃটিশ থেকে আজ অবধি
বয়ে চলেছে জন্মের কলঙ্ক আবছায়া
যারা শিশু ওদের কি দোষ বল?
জন্মই কি দোষ; ওদের মায়ের কোলে!

ওরা পৃথিবী চাইনি, চাইনি পুরো দেশ
চেয়েছে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার
আমিও তো চাই, তুমিও তো চাও
ওরা চাইবে না কেন?

আমরা মুখেই বলি, আমরা শান্তি চাই
যুদ্ধ নয়, নয় হানাহানি, রক্ত কিংবা সন্ত্রাস
আবার আমরাই সমর্থন করি দাঙ্গা অবিচার
অথচ আমাদের দাবি, আমি আধুনিক!


বিশ্বায়ন, বিশ্বমানবতার এই সুনীল দিনে
রহিঙ্গা ইসুতে কেন রক্তপাত, শিশুটির অপমৃত্যু
ছিল না কি কোন পথ, সুষ্ঠু আলোকপাত?

ওরা মরছে, রক্ত ঝরছে প্রতিনিয়ত
জ্বলছে, পুড়ছে, ক্ষুধার যন্ত্রণায়
কলঙ্কিনি কিশোরী, আর আমার মেয়ে?
প্রতিবাদের ভাষা নেই
অথচ শক্তি সঞ্চয় হয় ওদের তরে।

খুনিদের পাল্লা ভারি, শান্তির নামে মারামারি
কে ওদের রুখবে তরি, বল না ওভাই কবি।
৩০.৯.১৭

No comments:

Post a Comment

International