Jagrotobibek24

তথ্য, বিনোদন, সমাজ, বিজ্ঞান ও সাহিত্য সমৃদ্ধ একটি সুন্দর ব্লগ

Sponsored by: VINNOMATRA

GoRiseMe.com

Followers

Tuesday, 24 October 2017

বিনোদন বার্তা- Muhammad Salim Raza






পৃথিবী ভাসছে বিনোদনের জগতে। বিনোদন ছাড়া সময় বেদনাবিধুর। প্রতিটা কাজেই বিনোদন খুঁজি। মন চাই বিনোদনের জগতে একটু ঢু মারতে। তবে একেক জনের কাছে বিনোদনের সঙ্গাটা একেক রকম। কেউ গান শুনতে পছন্দ করে, কেউ টিভি বা ভিডিও দেখতে পছন্দ করে। এখন বিনোদনের নানানবিধ উপকরণ আবিস্কার হয়েছে। কিন্তু সম্প্রতি জানা গেছে কর্মস্থলে সেক্সের জন্য বিরতি দেয়া হচ্ছে। সর্বপরি বোঝাই যাচ্ছে বিনোদনের বিচিত্র একেক মানুষের কাছে একেক রকম। তবে যাই হোক বিনোদন সবার প্রয়োজন। সঠিক বিনোদন একজন মানুষকে প্রশান্তি এনে দিতে পারে। মুয়াজ্জিনের কণ্ঠে সুমধুর আজান কারো কাছে বিনোদনের এক সঙ্গিত মূর্ছনা। সলাত কারো কাছে বিনোদনের মহোৎসব। পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত ইত্যাদিও কারো কারো বিনোদনের উৎকর্ষ। আমাদের যাচাই করতে হবে, আমাদের বুঝতে হবে কোনটিতে উপকারিতা আছে আর কোনটিতে ক্ষতি হবে। কেউ যদি বলে নাচ, গান, সিগারেট, মদ্যপান, মেয়ে মানুষ নিয়ে ফূর্তি করা ইত্যাদি বিনোদনের উপকরণ তবে যারা এসব করে তাদের কাছে হয়তো বিনোদনের জগৎ হতে পারে কিন্তু একজন সুস্থ্য মানুষ কখনোই এসব অপকর্মকে সাভাবকি বিনোদনের উপকরণ বলতে পারে না। কেননা নাচ গানে অস্লিলতা থাকে, সিগারেট, মদ্যপান তো প্রকাশ্য ও বিজ্ঞান সম্মত ক্ষতি আর মেয়ে মানুষ নিয়ে ফূর্তি তো প্রকাশ্য বেহায়াপনা। শুধু ইসলামিক দৃষ্টিকোন কিংবা ধর্মীয় দৃষ্টিকোন থেকেই নয় আমরা যেহেতু দাবী করি আমরা আধুনিক যুগের বিজ্ঞানমনা মানুষ সুতরাং বৈজ্ঞানিকভাবেই বলা যায় এসব ঘৃণ্য ও ক্ষতিকর বিষয়।

সর্বপরি আমাদের সুস্থ্য, উপকারি প্রাকৃতিক বিনোদনের পরিবেশ সৃষ্টি করে মন ও মানসিকতার উন্নয়ন করে স্বাভাবিক জীবন-যাপনের প্রয়াস চালিয়ে যাবো-এই প্রত্যাশা আমাদের সকলের।


-জাগ্রত বিবেক

No comments:

Post a Comment

International