কনফিডেন্স ব্লড ব্যাংক 
"আসুন মূমূর্ষ রোগীকে রক্ত দিয়ে রক্তের সম্পর্ক গড়ি।"
উত্তরায় কনফিডেন্স ব্লড ব্যাংক নামে একটি স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন জনাব মুহাম্মদ মাসুম বিল্লাহ। মুমুর্ষ রোগীদের বাচাতে সকলকে রক্তের গ্রুপ সংগঠনের তালিকায় লিপিবদ্ধ করার জন্য আহ্বান জানিয়ে সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেন- যে কোন প্রয়োজনে মানুষের রক্তের প্রয়োজন হতে পারে, তাই সবাই নিজ নিজ রক্তের গ্রুপ সংগঠনের তালিকায় লিপিবদ্ধ করে রাখলে প্রয়োজনে আপনি আপনার কাঙ্খিত রক্তের অভাব পূরণ করতে পারবেন, সহজেই খুজে পাবেন রক্তের গ্রুপ, সন্ধান পাবেন কার রক্তের গ্রুপ কি। এছাড়াও প্রয়োজনে যখন তখন রক্তের সন্ধান পাওয়া যাবে এই কনফিডেন্স ব্লড ব্যাংক থেকে। প্রিয়জনকে বাচাতে অথবা মুমুর্ষ রোগীকে বাচাতে সকলের রক্তের গ্রুপ, নাম, ঠিকানাসহ মোবাইল নম্বর সংগঠনের ফরমে পূরন করার জন্য আহ্বান জানান। 
নিচে অনলাইন ফরম-এর লিংক দেওয়া হল-
কনফিডেন্স ব্লড ব্যাংক ফরম
ফেসবুক পেজ
 
 
 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment