স্কেচ
চপল বিশ্বাস
জন্ম এখানে শুধু পরিহাস
জীবন এখানে মৃত্যুর চেয়েও বেশি
আমাদের এই মধ্যবিত্ত ঘর-
আগামি এখানে নিয়তির নামে লেখা
পরিধির কোনো বিন্দুতে যেন প্রাপ্তিরা
থাকে থেমে
পরাজিত সেই বৃত্তের'পরে বারেবারে ফিরে আসা
গোলক ধাঁধার মতো-
যতো খুঁজি পথ পুনঃপুন সেই পুরোন পথের
ভুল
এতো করে সেই মুক্তিরে চাই, মুক্তি মেলেনা কভু
ললাটের লেখা যায়না সে দেখা, মুখটিপে হাসে প্রভু
তবু স্বপ্নের গায়ে স্বপ্ন সাজায়,
স্বপ্নের গায়ে কাঁদা
জীবনের খোঁজে জীবন ফুরায়-
জীবনের মুখে লাথি মেরে যায় ভাগ্য
হারামজাদা।
No comments:
Post a Comment