আপনার কি মনে
হয়? 
মীর ইসরাত জাহান
বিষয় : কুরআন এর মর্যাদা , কুরআনের প্রতি মু'মিনের মর্যাদা অর্থাৎ মু’মিনের ১নং কাজ ও শয়তানের ষড়যন্ত্র অর্থাৎ শয়তানর ১ নং কাজ এবং ওজু ছাড়াও কুরআন ধরার এবং পড়ার বিষয়ে গুরুত্ব , তাগিদ ও জরুরত ।
আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা রাসুল সাঃ এর কাছে  প্রথম ওহী পাঠালেন , “ ইকরা “ অর্থাৎ পড় । আমরা পড়া বাদ দিয়ে দিয়েছি । নানা অযথা বাহানায়  কুর’আনকে অসম্মানিত করছি প্রতিনিয়ত ।  নিজেদের শয়তানের ধোঁকায় ফেলছি । আর মুসলিম জাতি হিসেবে পিছিয়ে পড়ছি নিজেদের সম্মানিত অবস্থান থেকে ।ভীষন ক্ষতির মধ্যে নিমজ্জিত হচ্ছি প্রতিনিয়ত । 
কুরআনের জ্ঞান-বিজ্ঞানের আয়াতের তথ্যের উপর ভিত্তি করে রাসূল (সা.) মুসলিমদেরকে জ্ঞান-বিজ্ঞান শিক্ষা দিতেন। 
আল্লাহ
সুবহানাহু
ওয়া
তা’আলা
পবিত্র
কুর’আনে
সুরা যুমার - ৩৯ , আয়াত - ৭১ এ বলেছেন
,
“ আর
যারা
কুফরী
করেছে
তাদেরকে
জাহান্নামের
দিকে দলে
দলে
তাড়িয়ে
নেয়া
হবে; যখন
তারা
জাহান্নামের
নিকট
উপস্থিত
হবে
তখন
এর
প্রবেশদ্বারগুলো
খুলে
দেয়া
হবে
এবং
জাহান্নামের
রক্ষীরা
তাদের
বলবে, তোমাদের
নিকট
কি
তোমাদের
মধ্য
হতে
বার্তাবাহক আসেনি
যারা
তোমাদের
নিকট
তোমাদের
প্রতিপালকের
আয়াত
আবৃত্তি
করতো এবং
এ
দিনের
সাক্ষাত
সম্পর্কে
তোমাদেরকে
সতর্ক
করত? 
কি
সাংঘাতিক
! শয়তানের
কারসাজিতে
মানুষ
কুর’আনের
জ্ঞান
থেকে
সরে
গিয়ে
জাহান্নামের
অধিবাসী
হবে ? মানুষ
কিভাবে
এমন
বেখবর
হয়ে
কোথায়
কোন
পথে
মশগুল
হয়ে
পরেছে ?
পবিত্র
কুর’আনে এই Common sense-কেই عَقْلَ বলা হয়েছে। এই
عَقْلَ শব্দটিকে
আল্লাহ
اَفَلاَ
تَعْقِلُوْنَ -
تَعْقِلُوْنَ لَعَلَّكُمْ - لاَ يَعْقِلُوْنَ -
اِنْ
كُنْتُمْ تَعْقِلُوْنَ ইত্যাদিভাবে মোট
৪৯
বার কুরআনে
ব্যবহার করেছেন। শব্দটি তিনি
ব্যবহার করেছেন
ইসলামকে জানা
ও
বুঝার জন্যে
বা কুরআন
ও সুন্নাহের সঙ্গে Common
sense কে যথাযথভাবে
ব্যবহার
করার ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্যে অথবা
ঐ কাজে
না খাটানোর
দরুন তিরস্কার
করার জন্যে। Common sense খাটানো অত্যন্ত
গুরুত্বপূর্ণ বলেই আল্লাহ এমনটি করেছেন। আর
এটিকে
আল্লাহ কী
পরিমাণ গুরুত্ব
দিয়েছেন, তা অত্যন্ত
স্পষ্টভাবে বুঝা
যায়
নিম্নের ৩ টি আয়াত
থেকে-
১. সূরা আনফালের ২২ নং আয়াতে আল্লাহ বলেছেন :
إِنَّ شَرَّ الدَّوَابِّ عِنْدَ اللَّهِ الصُّمُّ
الْبُكْمُ الَّذِينَ لَا يَعْقِلُونَ.
অর্থ:
নিশ্চয় আল্লাহর
নিকট
নিকৃষ্টতম
জীব
হচ্ছে
সেই
সব
বধির
ও
বোবা
যারা
Common sense
কে কাজে
লাগায় না।
২. সূরা ইউনুস-এর ১০০ নং আয়াতে আল্লাহ বলেছেন :
وَيَجْعَلُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لَا يَعْقِلُونَ. 
অর্থ: আর
যারা Common sense কে
কাজে
লাগায়
না
তাদের
উপর
তিনি
ভুল
চাপিয়ে
 
 
 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment