Jagrotobibek24

তথ্য, বিনোদন, সমাজ, বিজ্ঞান ও সাহিত্য সমৃদ্ধ একটি সুন্দর ব্লগ

Sponsored by: VINNOMATRA

GoRiseMe.com

Followers

Monday 25 June 2018

আপনার কি মনে হয় ? -মীর ইসরাত জাহান


আপনার কি মনে হয়
মীর ইসরাত জাহান




বিষয় : কুরআন এর মর্যাদা , কুরআনের প্রতি মু'মিনের মর্যাদা অর্থাৎ মুমিনেরনং কাজ শয়তানের ষড়যন্ত্র অর্থাৎ শয়তানরনং কাজ এবং ওজু ছাড়াও কুরআন ধরার এবং পড়ার বিষয়ে গুরুত্ব , তাগিদ জরুরত

আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআলা রাসুল সাঃ এর কাছে  প্রথম ওহী পাঠালেন , “ ইকরা অর্থাৎ পড় আমরা পড়া বাদ দিয়ে দিয়েছি নানা অযথা বাহানায়  কুরআনকে অসম্মানিত করছি প্রতিনিয়ত  নিজেদের শয়তানের ধোঁকায় ফেলছি আর মুসলিম জাতি হিসেবে পিছিয়ে পড়ছি নিজেদের সম্মানিত অবস্থান থেকে ভীষন ক্ষতির মধ্যে নিমজ্জিত হচ্ছি প্রতিনিয়ত
কুরআনের জ্ঞান-বিজ্ঞানের আয়াতের তথ্যের উপর ভিত্তি করে রাসূল (সা.) মুসলিমদেরকে জ্ঞান-বিজ্ঞান শিক্ষা দিতেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে সুরা যুমার - ৩৯ , আয়াত - ৭১ বলেছেন , “ আর যারা কুফরী করেছে তাদেরকে জাহান্নামের দিক দলে দলে তাড়িয়ে নেয়া হবে; যখন তারা জাহান্নামের নিকট উপস্থিত হবে তখন এর প্রবেশদ্বারগুলো খুলে দেয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদের বলবে, তোমাদের নিকট কি তোমাদের মধ্য হতে বার্তাবাহ আসেনি যারা তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের আয়াত আবৃত্তি করত এবং দিনের সাক্ষাত সম্পর্কে তোমাদেরকে সতর্ক করত?
কি সাংঘাতিক ! শয়তানের কারসাজিতে মানুষ কুরআনের জ্ঞান থেকে সরে গিয়ে জাহান্নামের অধিবাসী হবে ? মানুষ কিভাবে এমন বেখবর হয়ে কোথায় কোন পথে মশগুল হয়ে পরেছে ?
          


পবিত্র কুরআনে এই Common sense-কেই عَقْلَ বলা হয়েছে এই عَقْلَ শব্দটিকে আল্লাহ اَفَلاَ تَعْقِلُوْنَ - تَعْقِلُوْنَ لَعَلَّكُمْ - لاَ يَعْقِلُوْنَ - اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ ইত্যাদিভাবে মোট ৪৯ বার কুরআনে ব্যবহার করেছেন শব্দটি তিনি ব্যবহার করেছেন ইসলামকে জানা বুঝার জন্যে বা কুরআন সুন্নাহের সঙ্গে Common sense কে যথাযথভাবে ব্যবহার করার ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্যে অথবা কাজে না খাটানোর দরুন তিরস্কার করার জন্যে Common sense খাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই আল্লাহ এমনটি করেছেন আর এটিকে আল্লাহ কী পরিমাণ গুরুত্ব দিয়েছেন, তা অত্যন্ত স্পষ্টভাবে বুঝা যায় নিম্নের টি আয়াত থেকে-

১. সূরা আনফালের ২২ নং আয়াতে আল্লাহ বলেছেন :
إِنَّ شَرَّ الدَّوَابِّ عِنْدَ اللَّهِ الصُّمُّ الْبُكْمُ الَّذِينَ لَا يَعْقِلُونَ.
অর্থ: নিশ্চয় আল্লাহর নিকট নিকৃষ্টতম জীব হচ্ছে সেই সব বধির বোবা যারা Common sense কে কাজে লাগায় না

২. সূরা ইউনুস-এর ১০০ নং আয়াতে আল্লাহ বলেছেন :
وَيَجْعَلُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لَا يَعْقِلُونَ.

অর্থ: আর যারা Common sense কে কাজে লাগায় না তাদের উপর তিনি ভুল চাপিয়ে

No comments:

Post a Comment

International