এইউবির পরিদর্শন ও মতবিনিময় করলেন ডিইউজে’র সভাপতি
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সরকার ও রাজনীতি বিভাগে শুভেচ্ছা সফরে আসেন প্রখ্যাত সাংবাদিক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশের ) সভাপতি আবু জাফর সূর্য। এসময় তার সফর সঙ্গী ছিলেন সংবাদ প্রতিদিন এর মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম শওকত। পরে তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, সরকার ও রাজনীতি বিভাগ পরিদর্শন এবং বিভাগীয় সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। বিভাগীয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান পদ্ধতি ও পরিবেশ দেখে তারা মুগ্ধ হন ও প্রশংসা করে বলেন- স্বল্প খরচে মানসম্মত উচ্চ শিক্ষাদান করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ অনন্য ভূমিকা পালন করে চলছে। এ সময় প্রফেসর মোঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন।
 
 
 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment