হৃদয়ের কষ্ট কথা ......
এমডি সাইফুল আলম
আমেরিকা প্রবাসী
বুকের মাঝে কষ্ট আছে, চোখে যায় না দেখা
বেঁচে আছি কষ্ট নিয়ে, পৃথিবীতে একা ।
তোমার কথা মনে করে, কষ্ট পাই যে আমি
ভালোবাসি খুব তোমাকে, জানতে যদি তুমি !
আকাশ নদী পাহাড় সম, কষ্ট আমার মনে
জড়ানো সব কষ্টগুলো, মুড়ানো নীল খামে ।
কত রকম কষ্ট আমার, নষ্ট হয়ে গেছে
নষ্ট প্রেমের কষ্টগুলো, জমে আছে বুকে ।
মনের কষ্ট মনেই আছে, দুঃখ নিজেই পাই
আমার দুঃখ বলবো কাকে ? শোনার মানুষ নাই ।
অঝোর ধারায় বৃষ্টি যেমন, পড়ে অবিরত
আমার তেমন অশ্রু ঝরে, দু' চোখ বেয়ে তত ।
দুঃখ ভরা হৃদয় খানা, স্রোতের কষ্ট নদী
কথার সঙ্গী হতে আমার, কাছে থাকতে যদি ? 
কষ্টে থাকা মনকে আমি, বলি পরিশেষে
ফিরে এসো 'ও প্রিয়', আমায় ভালোবেসে ।
 
 
 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment