Jagrotobibek24

তথ্য, বিনোদন, সমাজ, বিজ্ঞান ও সাহিত্য সমৃদ্ধ একটি সুন্দর ব্লগ

Sponsored by: VINNOMATRA

GoRiseMe.com

Followers

Thursday 9 August 2018

সেরা লেখক পুরষ্কার পেল মোহাম্মদ অংকন


সেরা লেখক পুরষ্কার পেল মোহাম্মদ অংকন



(বিশেষ প্রতিনিধি): দৈনিক ইত্তেফাক সেরা শিক্ষার্থী লেখক পুরষ্কার পেল নাটোরের সিংড়ার উদীয়মান কবি ও শিক্ষার্থী মোহাম্মদ অংকন (২১)। বুধবার দুপুরে দৈনিক ইত্তেফাকের কার্যালয়ে লেখকের হাতে এ পুরষ্কার তুলে দেওয়া হয় যার অর্থমূল্য ৫,০০০ টাকা। এ বিষয়ে ইত্তেফাকের হিসাব রক্ষক মিসেস কান্তা বলেন, ‘ইত্তেফাক পরিবার লেখকদের প্রতি বরাবরই যত্নবান। তাই শিক্ষার্থী লেখকদের কথা বিবেচনা করে মতামত বিভাগে ‘তরুণ প্রজন্মের ভাবনায়’ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের লেখা সপ্তাহে চারদিন প্রকাশ করা হয় এবং তাদের মধ্যে থেকে বাছাইকৃত সেরা শিক্ষার্থী লেখকদের পুরষ্কৃত করা হয়। ইত্তেফাকের নিয়মিত লেখক অংকনকে অভিনন্দন জানাই।’ 

মোহাম্মদ অংকন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত। তিনি পড়াশোনার পাশাপাশি সমাজ ও দেশের নানা সমস্যা, অনিয়ম ও করণীয় নিয়ে জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত লেখালেখি করেন। তার লেখা প্রতিদিনই কোনো না কোনো পত্রিকায় প্রকাশ হয়। এমন কি ভারতের কলকাতায়ও তার লেখাসমুহ প্রকাশ হয়। সেরা লেখক পুরষ্কারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো লেখকই টাকার জন্য লেখেন না। তবে লেখালেখির জন্য পুরষ্কার পাওয়াটা বেশ সম্মানজনক, তার অর্থমূল্য যাইহোক না কেন।’ তবে পুরষ্কারের ব্যাপারে তার রয়েছে গুরুত্বর অভিযোগ। 

তিনি বলেন, ‘আমি লেখার জন্য পুরষ্কারে ঠিকই মনোনিত হই। কিন্তু সে পুরষ্কার পেতে পেতে পুরষ্কার বিড়ম্বনায় পড়তে হয়। ইত্তেফাকে ২০১৭ সালের মে মাসে আমার লেখা কলাম ছাপা হয়। পুরষ্কার ঘোষণা করা হয় চলতি বছরের ১ লা জানুয়ারী। পুরষ্কার হাতে পেলাম আগস্টের ৮ তারিখে। এ বিষয়ে কোনো কর্তৃপক্ষেরই দীর্ঘসূত্রীতা কাম্য নয়। আরেকটি পত্রিকাতে শিশুতোষ গল্পের জন্য পুরষ্কারে মনোনিত হয়েছি। দেখা যাক কবে হাতে পাই।’ 

উল্লেখ্য যে অংকন নাটোরের চলনবিল সিংড়া উপজেলার নুরপুর গ্রামের মোঃ গোলাম মোস্তফার (মন্ডল) দ্বিতীয় ছেলে। তার বাবা একজন কৃষক। তারা তিন ভাই। ছোটবেলা থেকেই ভাল ছাত্র হওয়াতে ও লেখালেখি করে সুনাম অর্জন করায় তার বাবা-মা গর্বিত। অংকনের পুরষ্কার প্রাপ্তির কথা জেনে মাসিক ভিন্নমাত্রার সম্পাদক কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ ও কবি মুহাম্মদ জসিম উদ্দিন তাকে শুভেচ্ছা জানান। তারা বলেন, ‘অংকন শুধু একজন মেধাবী ছাত্র নয়, সে একজন দক্ষ লেখকও। তিনি ভিন্নমাত্রার নিয়মিত লেখক। তার ভবিষ্যৎ সফলতা কামনা করি।


No comments:

Post a Comment

International