আলিফ গ্রুপ চেয়ারম্যানের সিআইপি কার্ড অর্জন
জেবি২৪: বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ ০৩/০৯/২০১৮ইং তারিখে ঢাকায় এক অনুষ্ঠানে রফতানি বানিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দেশের বিশিষ্ট শিল্পপতি, আলিফ গ্রুপের চেয়ারম্যান এবং ইষ্টার্ন ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান মো. আজিজুল ইসলামকে সিআইপি কার্ড প্রদান করেন। এ সময় বানিজ্য সচিব, এফবিসিসিআই সভাপতিসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। জনাব আজিজ দীর্ঘদিন ধরে এই মর্যাদা পেয়ে আসছেন। 
 
 
 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment