হুজুর বিদ্বেষী মুসলিম নয়!
হুজুর সাহেব__ (আপনিও হুজুর)
শুধু মরণের পরের কথা বলছেন কেন?
বেঁচে থাকতে হুজুরের যাবতীয় অবদান থেকে দূরে থাকা যায় না?
যেমন ধরুন_ 
* জন্মের পরপর বাচ্চার জন্য আকিকা দেয়া, দোয়া করা
* হুজুরদের দিয়ে সুন্নাতে খাৎনা করা তথা দোয়া করা
* ছেলে-মেয়ের বিয়ে দেয়া, কাজী ডাকা, দোয়া করা
* বা-মা মারা গেলেও হুজুর দিয়ে না করানো
* জুমা'র নামায, ঈদের নামাজসহ হুজুরদের পিছনে নামাজ না পড়া
* হুজুরদের কাছে কোরআন না শেখা (তাপস সাহেবের নিকট হইতে শেখা যেতে পারে!)
* মসজিদ মাদ্রাসায় হুজুরদের দরবারে দান-সদকা না করা
--- এতকিছু না করলে তো দেখি মুসলিম হওয়াই যাবে না...
অন্তত মুসলিম হিসেবে পরিচয় দেয়ার জন্যও তো দেখি হুজুরদেরই লাগবে!
মানে- যেই কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে সেই তো হুজুর হয়ে যাবে। 
এতে একজন ডাঃ, উকিল, ব্যরিস্টার, ইঞ্জিনিয়ারও যদি কোরআন অনুযায়ী নামাজ পড়ে, কোরআন পড়ে, দোয়া করে, জানাযা পড়ায় সেও তো হুজুর হয়ে যাবে। নাকি কেউ বলবে আওয়ামী মাওলানা সরি মাওলানা শব্দটাও তো ব্যবহার করা হুজুরদের মত লাগে!
তবে জানাযা প্রসঙ্গটাই বাদ দেয়া যেতে পারে...
মরবে-- দাফন করে দিবে.. ঝামেলা শেষ!!!
আলহাম্দুলিল্লাহ--
যারা হুজুরদের ভালোবাসে তারা মুলত হুজুর সা.এর সুন্নতকেই ভালোবাসে। 
যারা হুজুরদের সাথে আছে তারা মুসলিম.... 
তার মানে এই নয় হুজুর মানেই ইসলাম...
আসলে যারা ইসলাম মানে তারাই হুজুর আপনি আওয়ামী হউন আর অন্যকিছু হউন 
আপনি হুজুর, আপনি হুজুরকে সা. এর সুন্নতপালনকারী হিসেবে গণ্য হবেন। 
একটা মানুষ যতই খারাপই হোক.... সে যদি রাসুল সা. এর সুন্নতি তরিকায় লেবাস ধারণ করে আর ভিন্ন কোন জায়গায় যায় তবে মানুষ তাকেও হুজুর বলবে। যদিও সে শুধু লেবাস ধারণ করেছে ভিতরে সে অন্যকিছু!!!
এজন্য দাঁড়ি থাকলেই মুসলিম নয়, পাঞ্জাবী পড়লেই মুসলিম নয়, বোরখা পড়লেই মুসলিম নয়। হিন্দু, শিখ, ইহুদী ওরাও দাড়ি রাখে। খ্রিস্টান মহিলারাও হিজাব পড়ে! অনেক হিন্দুও বোরখা পড়ে, অনেক পুরুষও বোরখা পড়ে!!!
একটি সংগঠনের জন্য পুরো ইসলামকে হেয় করবেন না... হুজুর বিদ্বেষী হবেন না...
আপনিও হুজুর... প্যান্ট, শার্ট, কোর্ট পড়েও নামাজ পড়াবেন? আপনি হুজুর, জানাযা পড়াবেন আপনি হুজুর, খুতবা দিবেন আপনি হুজুর। শুধু হেফাজতীদের কেন হুজুর বলছেন? 
প্রত্যেক নর-নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। কোরআন শিক্ষা করতে হবে। আর যারাই কোরআন শিক্ষা করে তাদেরকেই তো হুজুর বলছে? বৈ নয় কি? 
আসুন- হুজুরদের ভালোবাসি, হুজুরদের কটাক্য না করি, হুজুর সা. এর সুন্নতকে ভালোবেসে জীবন গড়ি।-আমীন
 
 
 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment