Jagrotobibek24

তথ্য, বিনোদন, সমাজ, বিজ্ঞান ও সাহিত্য সমৃদ্ধ একটি সুন্দর ব্লগ

Sponsored by: VINNOMATRA

GoRiseMe.com

Followers

Monday, 7 June 2021

কোয়ারেন্টাইন ও নারীচক্র

 কোয়ারেন্টাইন ও নারীচক্র
আশরাফ চঞ্চল 


এই করোনাকালে একদিন  তলপেটে  প্রচন্ড ব্যাথা নিয়ে তোমার  শরীরে জ্বর এল। যখন বললে, 'তুমি অন্য খাটে যাও, কাছে থাকলে সর্বনাশ হয়ে যাবে।' ভয় ছড়ানো এমন কথায়  আমি ভয়ে ভয়ে দিশেহারা হই। সারারাত নির্ঘুম থাকার পর ৩৩৩ নাম্বারে কল দিচ্ছি জেনে তুমি দৌড়ে এসে আমাকে থামিয়ে দিয়ে কানে কানে ফিসফিসিয়ে বললে, 'তুমি তো দেখছি বোকার একটা  হদ্দ, নারীকুলের ঋতুচক্রের আদি-অন্ত কিচ্ছু বুঝনা!'

তারপর প্রাইমারি  স্কুলের টিচারের মত এ বিষয়ে টিচিং দিলে আর আমি হাবলা ছাত্রের মত হাবা হয়ে শুনেই গেলাম। প্রায় দেড় হাজার বছর পুর্বে পবিত্র আল কোরআনে এসেছে এ বিষয়ের বিধি  নিষেধ। স্বামী -স্ত্রীর কোয়ারেন্টাইন, লকডাউনে সামাজিক দূরত্ব  অন্তত সাত রজনী!

সত্যিই আমি জানতাম না এতসব। জানতাম না মাসে মাসে নারীরা যে এভাবে রূপ বদলায়!!

No comments:

Post a Comment

International