Jagrotobibek24

তথ্য, বিনোদন, সমাজ, বিজ্ঞান ও সাহিত্য সমৃদ্ধ একটি সুন্দর ব্লগ

Sponsored by: VINNOMATRA

GoRiseMe.com

Followers

Thursday, 10 June 2021

এই মৃত্যু কি মেনে নেয়া যায়?

এই মৃত্যু কি মেনে নেয়া যায়?





রাজধানীর মিরপুরে পশ্চিম কাজীপাড়ায় পুরোনো একটি ভবনের সীমানাদেয়াল ধসে গভীর রাতে নাজমা আক্তার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিউজটি পড়েই মন খারাপ হয়ে গেলো। গতবছর রাতে এরকম একটি বিপদের সম্মুক্ষিন আমিও ছিলাম, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ মাথার উপর কিছু পড়ল কিছু বুঝে ওঠার আগের জ্ঞান হারিয়ে ফেলি। করোনার কারনে কঠিন মুহুর্তে হাসপাতাল পাওয়াটা কি কঠিন ছিল, আর পরিবারের যে ভোগান্তি হয়েছিল এখনও ভুলতে পারিনা।
আমি সেদিন কোনোরকম বেচে গেলেও আজকের এই শিশুটি কিন্তু বাচতে পারল না। ভাগ্য সবসময় সহায় হবে না আমাদের। আপনি সাময়িক লাভের আশায় নিচু মানের সামগ্রী ব্যবহার করে ভবন নির্মান করলেন কিন্তু কিছুদিন পর সেটা আপনার কিংবা আপনার পরিবারের মাথায় পড়ল তখন? জীবন ফিরিয়ে আনতে পারবেন? তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। নিচু মানের সামগ্রী ব্যবহারই ভবন ধসের প্রধান কারণ। পিলার যদি মযবুত না হয়, কাঁচামাল যদি নিম্নমানের হয়, ভারী ভাড়ি যন্ত্রপাতি যদি অই দুর্বল ভবনে রাখা হয় তাহলে ধস হতেই পারে। ভবন হেলে পড়লেও সেটাকে কোনোরকম জোড়া তালি দিয়ে ঠিক করে আবার বসবাস করেন, অনেকের বাড়িটি পুরানো হয়ে যাওয়ার ফলে ফাটল দেখা দেয়, কিন্তু তারা সেই ব্যাপারটি আমলে নেন না। অনুমোদন ও পাইলিং ছাড়াই নির্মান করা হয় বাড়ি, ডোবা বালু দিয়ে ভরাট করে কোনোরকম বাড়ি বানিয়ে বাসা ভাড়া দেন অনেকে। যার ফলাফল প্রানহানি। কিন্তু একটু সচেতন থাকলেই আর প্রান হারাতে হতোনা। ভাবুন বাংলাদেশে বড় রকমের ভুমিকম্প হলে কি হবে? প্রশ্ন হলো, ভূমিকম্পজনিত কারণ ছাড়াই যখন ভবন হেলে পড়ছে, তখন ভূমিকম্প হলে কী হবে? ভূমিকম্প কিংবা ভূমিধসের আঘাতটা সাধারণত ভবনের ওপরই বেশি আসে। বোধকরি যারা বোঝেন, তারা এর পরিণতি আন্দাজ করতে পারছেন। ত্র“টিপূর্ণ রানা প্লাজাই এর জ্বলন্ত প্রমাণ। ধসে পড়া রানা প্লাজার মতো একটি ভবনের পেছনে গোটা শক্তি প্রয়োগের পরও কতটা সময় লেগেছে উদ্ধার কাজে! ক’জন জীবিত আর ক’জনের লাশ উদ্ধার করা গেছে, তা তো দেশবাসী জানে। কি পরিমান পপ্রাণঘাতী হবে।

একটু সতর্ক হলেই ভবন ধসে পড়ার কথা নয়। আর এজন্য যিনি ভবন নির্মাণ করবেন, তাকে কিছু শর্ত মেনে ভবন নির্মাণকাজ করতে হবে। ভবন নির্মাণের সময় যেসব বিষয়ের প্রতি বিশেষ নজর রাখতে হবে তা হলো- ভবন নির্মাণের জায়গার সয়েল টেস্ট করা হয়েছে কিনা? জলাশয় ভরাট করা হলে সেখানে মাননিয়ন্ত্রিতভাবে ভবন নির্মাণ হচ্ছে কিনা? ভবনের নকশা কোনো নির্ভরযোগ্য স্থপতি দিয়ে করানো হয়েছে কিনা?
এখনো সময় আছে একতালা বাড়ি বানানোর বাজেট নিয়ে পাচতালা বাড়ি বানানো বন্ধ করেন। নাহলে ভবিষ্যৎ এ এই শিশুটির জায়গায় আপনিও থাকতে পারেন।

লিখেছেন- Rituporna Sorkar

No comments:

Post a Comment

International