চাঁপাইনবাবগঞ্জ পাকা ইউনিয়নে শোকের ছায়া সর্বপরি শিবগঞ্জ উপজেলাবাসী শোকাহত!
পাঁকা ইউনিয়ন চর দক্ষিণ পাঁকা খেয়া ঘাটে বজ্রপাতে ১৮ জনের মৃত্যু "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন"
আহত কয়েকজন। একটি বিয়ের বাড়িতে নৌকাযোগে যাওয়ার পথে বিজলী পড়ে এ দূর্ঘটনা ঘটে। আজ সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টির মাঝে হঠাৎ একটি বিজলী চমকায়। আর এর ফলেই ঘটে এই দূর্ঘটনাটি। এতগুলো একসাথে প্রাণ হারায় স্থানীয় সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
চাঁপাইনবাবগঞ্জের একজন অধীবাসি ডাঃ ফাহাদ আকিদ রেহমান তার ফেসবুক পোষ্টে লিখেছেন-
একবার দুই পদ্মার ওইপারে চরপাকা গেছিলাম। ফেরার পথে আকাশ মেঘলা, আর বিদ্যুৎ চমকানোর আলোটা বারবার জ্বলে উঠছিলো, পুরা ফাকা মাঠ। প্রচন্ড ভয় লাগছিলো, মানে একটা বিজলি পড়লেই শেষ। সারাটা পথ আল্লাহ আল্লাহ করছিলাম
আজ শুনলাম সেই চরপাকাতে এক বজ্রপাতে ই ২০ জন মারা গেছে।
মৃতদের উপর রাগ করতে হয়না, নাইলে জিজ্ঞেস করতাম " এত্ত তেল কিসের যে এই মহামারীর ভেতর আয়োজন করে বিয়ে করতে গেছো!"
অবশ্য বিয়ে না হয়ে বা মহামারী না থাকলেও দলবেঁধে মানুষ কোথাও গেলে আর সেক্ষেত্রে এইধরনের মৃত্যু দেখলেও বিষয়টা দুঃখজনক এবং ভয়ানক।
বিশেষ করে এই খরাপ্রবণ অঞ্চলে বজ্রপাতে মৃত্যুর হার আশংকাজনক ভাবে বেড়ে গেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব আর কি।
গাছ লাগানোর বা বনায়নের কোন বিকল্প নাই।
এছাড়াও স্থানীয় ইউএনও, চেয়ারম্যান সহ প্রশাসন তাদের আত্মীয়দের সমবেদনা ও
সহমর্মিতা জ্ঞাপন করেছেন।
#জেবি ডেস্ক
No comments:
Post a Comment