Jagrotobibek24

তথ্য, বিনোদন, সমাজ, বিজ্ঞান ও সাহিত্য সমৃদ্ধ একটি সুন্দর ব্লগ

Sponsored by: VINNOMATRA

GoRiseMe.com

Followers

Sunday 4 September 2022

দেশের চিকিৎসক, চিকিৎসাসেবা ও ভবিষ্যৎ

 দেশের চিকিৎসক, চিকিৎসাসেবা ও ভবিষ্যৎ




আগামী ৫ বছরে দেশে চিকিৎসক বের হবেন ৫০ হাজার।
আগামী ৫ বছরে কোন স্পেশাল বিসিএস নেওয়ার প্ল্যান সরকারের নেই।
প্রতি বছর ৩০০-৫০০ জন বিসিএস এ টিকবে- ৫ বছরে ১৫০০-২৫০০.
বছরে পোস্ট গ্র্যাজুয়েশন এ টিকে ২৫০০ এর মত।
অর্ধেক সরকারি।
নন ক্যাডার সরকারি চাকুরি,প্রজেক্টের চাকুরি আছে কিছু।
এর বাইরে আছে ক্ষ্যাপ ও প্রাইভেট হাসপাতালের মেডিকেল অফিসার পোস্ট।
অলরেডি বেশিরভাগ প্রাইভেট হাসপাতালই স্যাচুরেটেড।
একেকটা পোস্টের বিপরীতে ২০-৩০ টা সিভি।
অলরেডি ২০ হাজার জুনিয়র চিকিৎসকরা বেসরকারি সেক্টরে দুর্দশার মধ্যে আছে।
অর্থাৎ ৫০ হাজারের মধ্যে সব মিলায়ে হেলথ সেক্টরে জব পাবে ১৫-২০ হাজার।
এখন প্রশ্ন বাকিরা কি করবে??
১৯৭১-২০০৯ সাল পর্যন্ত সরকারি বেসরকারি মিলায়ে মেডিকেল কলেজ ছিলো ৪৯ টি। বছরে চিকিৎসক বের হতেন ২৬০০.
জাস্ট ১২ বছরে পুরো সিস্টেম ইমব্যালান্সড। প্রায় ৪ গুন চিকিৎসক তৈরি হচ্ছে দেশে।
জিপি প্র্যাক্টিশ।
পল্লী চিকিৎসক, স্যাকমো এদের ভীড়ে ও হটকারিতায় পেরিফেরিতে জিপি প্র্যাক্টিশ এর সুদিন আর নেই।
অনেকটা নিজেকেও পারলে 'দালাল' হয়ে যেতে হবে মান সম্মান বিসর্জন দিয়ে।
জেলা শহরে একটা হেমোরয়েড অপারেশন করে আমি পেলাম ৪ হাজার টাকা। আর যে 'পল্লী চিকিৎসক' (দালাল) পাঠাইছে সে পাইছে ৩৫০০ টাকা।
আবার টেস্ট থেকেও পাইছে ৪০% কমিশন।
সব মিলায়ে তার ইনকাম আমার চেয়েও বেশি রোগীপ্রতি।
আগামী ৫ বছরে ৫০ হাজার চিকিৎসক নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও BMA এর সামান্যতম মাথা ব্যথা নাই।
যা আছে তা হলো, ঠাটবাট আর তেলবাজি।
পেট চালাইতে গেলে,সংসার চালাইতে গেলে লাগবে টাকা।
এটা চিকিৎসকরা আগামী ৫ বছরে খুব করুনভাবে টের পাবে।
সমাধান:
ব্যক্তিগতভাবে আপাতত আমি কোন সমাধান দেখি না।
সরকার সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ অর্ধেকে নামিয়ে আনারও কোন প্ল্যান নিবে না।
সো একটাই পরামর্শ ঃ
ইংল্যান্ড হোক,আমেরিকা হোক,মিডল ইস্ট হোক,অস্ট্রেলিয়া রোমানিয়া,রাশিয়া যেখানেই সুযোগ পান চলে যান,দেশ ছাড়েন।
MRCS, PLAB এরকম যা যা অপশন আছে সেগুলো নিয়ে সিনিয়রদের বলবো জুনিয়রদের ক্যারিয়ার প্ল্যানিং ও পড়োশোনাতে হেল্প করতে।
এদেশে ডাক্তারদের চেয়ে দালালদের ফিউচার ভালো।
যাই সিদ্ধান্ত নেন,দ্রুত নেন।
-সাইদুজ্জামান উপল।

fb Collection#

সাদা এপ্রোন

No comments:

Post a Comment

International