Jagrotobibek24

তথ্য, বিনোদন, সমাজ, বিজ্ঞান ও সাহিত্য সমৃদ্ধ একটি সুন্দর ব্লগ

Sponsored by: VINNOMATRA

GoRiseMe.com

Followers

Wednesday, 24 February 2016

এরা কেমন মানুষ-

এরা কেমন মানুষ-
কিছু মানুষ মদের উপকারীতা বর্ণনা করে। কিন্তু মদের যে উপকারের কথা বলে তার থেকে বেশি যে  জিনিষটায় উপকার পাওয়া যাবে তা তারা খোজ করে না। কারণ শয়তানি করার উপায় পায় না।। যেমন: মধু। অনেকে বলেন শীত প্রধান দেশে মদ পান করলে শরীর উষ্ণ হয়। কিন্তু মধু খেলে যে তার থেকে বেশী শরীর উষ্ণ হয় তা তারা খোজ করে না। তবে হ্যাঁ একটা জিনিষ, মদ পান করলে বাড়তি মাজেজা পাওয়া যায় যা মধুতে পাওয়া যায় না। যেমন: মাতলামি করা, আবোল তাবোল কথা বলা আরও কত কি।

কিছু মানুষ আছে যারা সৃষ্টিকর্তাকে নিয়ে কটুক্তি করে- ওমুক সূরার এই আয়াতটা এমন কথা বলছে, ওমুক সূরার সাথে পরস্পর বিরোধী ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা যা বলছে তার সমাধান খোজে না। তারা একচোখা দৃষ্টি দিয়ে শুধু ভুল খুজে বেড়ায়। আর তাদের অনুসরণ করে যারা কোরআনের বিপক্ষে। ফলে তারা সত্যের সন্ধান পায় না অন্ধকারেই ডুবে থাকে। কেউ কেউ বলে বেহেশতে শুধু পুরুষেরা হুর পাবে আর নারীরা পাবে না তবে নারীদের ভাল কাজ করে কি লাভ? আমি বলব তারা হুর শব্দের অর্থই জানেনা আর হয়তো জানার চেষ্টাও করে না। হুর এমন একটা জিনিষ বেহেশতে পুরুষদের জন্য হুর মানে নারী হুর আর বেহেশতে নারীদের জন্য হুর মানে পুরুষ হুর। অর্থাৎ পুরুষেরাও হুর পাবে নারীরাও হুর পাবে। আসলে হুর শব্দটা উভয় লিঙ্গ। যেমন: বেবী অর্থাৎ শিশু, পারেন্স অর্থাৎ পিতামাতা ইত্যাদি।




ইসলামে নারীর অধিকার


No comments:

Post a Comment

International