ক্ষমা করে দিস
মুহাম্মদ সেলিম রেজা
প্রতিদিন তোর একটা
মিসকলের আশায়
থাকি
এই বুঝি একটা
কল করছিস
তুই
না, অপেক্ষার প্রহর
নীল সমুদ্রে
মিশে
তবু,তোর মনে
পড়ে না
আমায়।
হ্যাঁ, জানি একদিন
খুবই মিস
করবি আমাকে
হয়তো সেদিন তোর
কোন উপকারে
আসতে পারব
না
মন প্রাণ কষ্টে
চৌচির হবে
তোর মনের
ভীতরেই
কিছু বলতেও পারবি
না, সহ্য
করার শক্তিও
হয়তো হারিয়ে
ফেলবি
আর নিথর হয়ে
অশ্রু ঝরারি,
দু'চোখ
বেয়ে শুধু
গড়িয়ে গড়িয়ে
পড়বে।
আমি হয়তো সেথায়
থাকবো না,
হয়তো কেউ
নয়, নীরবে
যন্ত্রণায় কাতরারি তুই
ক্ষমা করে দিস
সেদিন আমায়,
আমি তো
তোরই আছি,
খোলা জানালায়। 
২৭.৯.১৬
 
 
 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment