এইউবিতে Recent and Future Trend
in
Bangladesh শীর্ষক ওয়ার্কশপ
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব বিজনেস অনুষদের উদ্যোগে HRM-Recent
and Future Trend in Bangladesh শীর্ষক এক ওয়ার্কশপ এইউবি’র আয়েশা মিলনায়তনে ফ্যাকাল্টি স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আশরাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।এতে এইউবি'র ভিসি প্রফেসর ড. আবুল হাসান মু: সাদেক প্রধান অতিথি ও উপ-উপাচার্য প্রফেসর ড. এনামুল হক খান, রেজিস্ট্রার ডঃ মোঃ শাহ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এতে মূল বক্তা ছিলেন ছিলেন-এডিসন গ্রুপের হিউম্যান রিসোর্সের সিনিয়র ম্যানেজার শিরিন চৌধুরী। ওয়ার্কশপের কো-অডিনেটর ছিলেন সহকারী প্রফেসর নাসরিন আনোয়ার খান।
প্রধান অতিথি বলেন- জীবনটা হচ্ছে শ্রেণী কক্ষের মতো।সেখান থেকে মানুষ কিছুনা কিছু শিখছে। হিউমেন রিসোর্সের কাজ ২ ধরণের- নিজে করা এবং কাউকে দিয়ে করানো। এটা শুধু কর্মকর্তা-কর্মচারী নিয়ন্ত্রণের জন্যই নয় এটার মাধ্যমে পরিবার-সমাজ সকলকেই নিয়ন্ত্রণ করা সম্ভব। মানুষকে মানব সম্পদে পরিণত করতে বিশেষ ভূমিকা পালনের জন্য উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন।
Md. Ataur Rahma
Assistant Director
Department of
Public Relations office
No comments:
Post a Comment