এইউবির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালী,
আলোচনা সভাসহ নানামুখী কর্মসূচি পালন
" মান সম্মত শিক্ষা ও সেবার বছর ২০১৮" শ্লোগান নিয়ে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ২২তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আজ (৪ জানুয়ারি ) বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১০টায় ক্যাম্পাসে এইউবির ভিসি মহোদয়ের জাতীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা-বেলুন ওড়ানো ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এরপরেই এইউবির ভিসি অধ্যাপক ড.আবুল হাসান সাদেকের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী র্ যা লী শুরু হয়। এতে প্রো-ভিসি অধ্যাপক ড.এনামুল হক খান,ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড.জাফার সাদেক,ইঞ্জিনিয়ার এ এফ এম ফারুক,ট্রেজারার আবুল কালাম আযাদ, রেজিস্ট্রার ড.শাহ আলম, ট্রাস্টি বোর্ডের সদস্য মাহবুবুর রহমান,এম ইয়াসিন আলী,পরীক্ষা নিয়ন্ত্রক কে এম মনিরুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন,বিভাগীয় প্রধান,প্রশাসনিক কর্মকর্তা,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালী শেষে আনন্দঘন পরিবেশে এইউবির আয়েশা মিলনায়তনে কেক কাটা,আলোচনা সভা ও বিভিন্ন অনুষদের ডিন,বিভাগীয় প্রধান,প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে ভিসি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাসব্যাপী কর্মসূচি রয়েছে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ,চিত্র প্রদর্শনী, পিঠা উৎসব,ফ্যামিলি দিবস।
প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড.আবুল হাসান সাদেক বলেন,আমাদের গন্তব্য অনেক দূরে।সেখানে পৌছতে হলে কষ্ট করতে হবে।এইউবি সোনারবাংলা বিনির্মানে যথাযথ মানব সম্পদ গঠনে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।বাংলাদেশের ভাগ্য বদলাতে হলে নলেজের মাধ্যমে করতে হবে।তিনি বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত সকলকে মন-প্রাণ ও সর্বশক্তি দিয়ে এইউবির জন্য নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।
মোঃ আতাউর রহমান
জনসংযোগ কর্মকর্তা
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
No comments:
Post a Comment