ইস্টার্ন ইউনিভার্সিটিতে আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
আইন অনুষদের গত ১১ ফেব্রুয়ারী ২০১৮ ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল আইন বিষয়ক এক বিশেষ সেমিনার । দেশি-বিদেশি প্রখ্যাত আইনজীবিগণের উপস্থিতিতে সেমিনারের উদ্বোধন করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য আইনপ্রণেতা ড. কামাল হোসেন। সেমিনারে মূল বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ এ্যামি রয়, সহকারী অ্যাটর্নি এবং অ্যাফিলিয়েট চীফ, নর্থ ক্যারোলাইনা, মার্কিন যুক্তরাষ্ট্র। মিজ রয় ’ডুইং জাস্টিস: এ স্কিল এন্ড উইল’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানান্তে ধন্যবাদ জ্ঞাপন করেন  ইস্টার্ন ইউনিভার্সিটির আইন অনুষদের ডীন ড. মোঃ জহুরুল হক। 
 
 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment