শোনরে খোকা শোনরে খুকু
ইদ্রিস মণ্ডল
ইদ্রিস মণ্ডল
শোনরে খোকা শোনরে খুকু
একটা কথা কই
করবি সবাই পরিক্ষায় পাশ
রোজ খুলে পড় বই।
পড়রে তোরা পড়
থাকতে সময় বইটা খুলে
কাজটা সঠিক কর।
থাকতে সময় বইটা খুলে
কাজটা সঠিক কর।
পড়লে পরে করবে না কেউ
পরিক্ষাতে ফেল
ঠিক দেখাবে দারুণ চমক
ভানুমতির খেল।
পরিক্ষাতে ফেল
ঠিক দেখাবে দারুণ চমক
ভানুমতির খেল।
শোনরে ওরে খোকা খুকি
বই খুলে কর পড়া
বছর শেষে ভালো রেজাল্ট
থাকবে হাতে ধরা
বই খুলে কর পড়া
বছর শেষে ভালো রেজাল্ট
থাকবে হাতে ধরা
লেখক: কবি ও কথাসাহিত্যিক
 
 
 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment