Jagrotobibek24

তথ্য, বিনোদন, সমাজ, বিজ্ঞান ও সাহিত্য সমৃদ্ধ একটি সুন্দর ব্লগ

Sponsored by: VINNOMATRA

GoRiseMe.com

Followers

Tuesday, 13 February 2018

সমসম্পর্কীয় বন্ধুত্ব - মীর জাহান

সমসম্পর্কীয় বন্ধুত্ব
মীর জাহান


সমসম্পর্কীয় বন্ধুত্বে স্বপ্নে মেখেছি দিন
যদিও একধাপ পরের প্রজন্ম -
তবুও বন্ধুত্বেই বেঁধেছি ,
সুউচ্চারণে বলতে চেয়েছি
সব সম্পর্কের মূল হলো "বন্ধুত্ব "
এ যেন আজ সময়ের দাবী ।

অনুশাষন মেনে,
কিংবা নেতৃত্বের নিপীড়নে
অথবা নেই মূল্যবোধের নিষ্পেষনে জুড়ে ।

বরং দুর্ভেদ্য, উন্মুক্ত আকাশচারী  
কিছুতেই বাঁধা যায় না বনসাই করে ।
পেতে হাত বীজতলা করে,
সঁপে কাঁধ ভার নেবার বেলা –
তবুও ছন্দে দোলেনা, গাঁথেনা মালা,

হাজারো হাতের হাতছানি দিকভোলা ।

লেখক: কবি ও কথাসাহিত্যিক

No comments:

Post a Comment

International