রাতের রূপ
এ কে এম মোস্তফা
এক গভীর রাতে
কেউ ছিল না সাথে
জানালাটা খুললাম
পর্দাটা তুললাম। 
চেয়ে দেখি বাইরে
কিছুই তো নাইরে
নেই কোনো আলো
শুধু আঁধার কালো।
পশু পাখি সব
ঘুমিয়ে যে নিরব
কীট পতঙ্গ যত
ডাকে অবিরত।
অল্প আলো চাঁদে
দুরে কুকুর কাঁদে
আরো আসে কানে
ঐ যে দুর পানে।
কোন গাছের ফাঁকে
হুতুম পেঁচা ডাকে
আর নেই শব্দ
সব নিরব স্তব্দ।
ভয় ভয় মনে 
তাকাই দুর বনে
চেয়ে চয়ে দেখি
কি অপরূপ একি!
ঐ যে বৃক্ষরাজি
নতুন সাজে আজি
অনেক যত্ন করে
কালো শাড়ি পরে।
দাঁড়িয়ে আছে চুপ
এই তো রাতের রূপ।
 
 

 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment