আমার গ্রাম বাংলা
এ কে এম মোস্তফা
আঁকাবাঁকা ঐ গাঁয়ের পথটি গেছে বহু দুর
ফাগুন মাসে কোকিল ডাকে, কি যে মধুর সুর।
আম জাম আর সজনে ডালে হলুদ সাদা ফুল
উঠান কোনে গাছটি ভরা কাচা পাকা কুল।
হাটের দিনে হাটুরিয়া গাঁয়ের পথটি ধরে
ঝাঁকা ভরা সওদা নিয়ে ফিরে আপন ঘরে।
শরৎ কালে শিশির ভেজা শিউলী কুড়ানো ক্ষণ
পুলকিত মনটাতে জাগে যে শিহরন।
শীতের ভোরে খেজুর রস আর পিঠে খাওয়ার ধুম
রাত্রি জেগে যাত্রা দেখা, হারিয়ে চোখের ঘুম।
ধানের ক্ষেতে দোলা দেয় দামাল হাওয়া শুধু
যত দুরে দৃষ্টি যায় সবুজে ভরা ধু-ধু।
পৌষে যখন পাকা ধান চাষীর বাড়ি ওঠে
উঠান ভরা "ধানের পালা", হাসি সবার ঠোটে।
নবান্ন আর পিঠে পায়েস সবার ঘরে ঘরে
গ্রাম বাংলায় ব্যস্ত সবাই, আনন্দ না ধরে।
সারাদিনের কাজের পরে বৌ- ঝিরা দিন শেষে
নদীর পানে কলশী কাঁখে যায় যে হেসে হেসে।
পাল তোলা ঐ নৌকাগুলো চলছে অনেক দুরে
মনের সুখে গাইছে মাঝি ভাটিয়ালী সুরে।
গোধূলি বেলায় সূর্য ডোবে, উড়ে বকের ঝাক
মুখর করে, ঘরে- ফেরা পাখীগুলোর ডাক।
সন্ধ্যা হলে ঝোপ- ঝাড়ে জোনাকি জ্বালায় বাতি
রাত জাগা ঐ পাখিগুলো খুঁজে বেড়ায় সাথী।
যে দিকে চাই সবুজ শুধু, স্মৃতি দিয়ে ঘেরা
ছবির মতো দেশটি আমার সবার চেয়ে সেরা
আরো কতো দৃশ্য আজ মনের কোনে জাগে
কতো সুখে ছিলাম মোরা, এইতো ক'দিন আগে।
ইট পাথরের এই শহরে এখন করছি বাস
গ্রামের সেই স্মৃতি আজ শুধুই ইতিহাস।
এ কে এম মোস্তফা
আঁকাবাঁকা ঐ গাঁয়ের পথটি গেছে বহু দুর
ফাগুন মাসে কোকিল ডাকে, কি যে মধুর সুর।
আম জাম আর সজনে ডালে হলুদ সাদা ফুল
উঠান কোনে গাছটি ভরা কাচা পাকা কুল।
হাটের দিনে হাটুরিয়া গাঁয়ের পথটি ধরে
ঝাঁকা ভরা সওদা নিয়ে ফিরে আপন ঘরে।
শরৎ কালে শিশির ভেজা শিউলী কুড়ানো ক্ষণ
পুলকিত মনটাতে জাগে যে শিহরন।
শীতের ভোরে খেজুর রস আর পিঠে খাওয়ার ধুম
রাত্রি জেগে যাত্রা দেখা, হারিয়ে চোখের ঘুম।
ধানের ক্ষেতে দোলা দেয় দামাল হাওয়া শুধু
যত দুরে দৃষ্টি যায় সবুজে ভরা ধু-ধু।
পৌষে যখন পাকা ধান চাষীর বাড়ি ওঠে
উঠান ভরা "ধানের পালা", হাসি সবার ঠোটে।
নবান্ন আর পিঠে পায়েস সবার ঘরে ঘরে
গ্রাম বাংলায় ব্যস্ত সবাই, আনন্দ না ধরে।
সারাদিনের কাজের পরে বৌ- ঝিরা দিন শেষে
নদীর পানে কলশী কাঁখে যায় যে হেসে হেসে।
পাল তোলা ঐ নৌকাগুলো চলছে অনেক দুরে
মনের সুখে গাইছে মাঝি ভাটিয়ালী সুরে।
গোধূলি বেলায় সূর্য ডোবে, উড়ে বকের ঝাক
মুখর করে, ঘরে- ফেরা পাখীগুলোর ডাক।
সন্ধ্যা হলে ঝোপ- ঝাড়ে জোনাকি জ্বালায় বাতি
রাত জাগা ঐ পাখিগুলো খুঁজে বেড়ায় সাথী।
যে দিকে চাই সবুজ শুধু, স্মৃতি দিয়ে ঘেরা
ছবির মতো দেশটি আমার সবার চেয়ে সেরা
আরো কতো দৃশ্য আজ মনের কোনে জাগে
কতো সুখে ছিলাম মোরা, এইতো ক'দিন আগে।
ইট পাথরের এই শহরে এখন করছি বাস
গ্রামের সেই স্মৃতি আজ শুধুই ইতিহাস।
No comments:
Post a Comment