Jagrotobibek24

তথ্য, বিনোদন, সমাজ, বিজ্ঞান ও সাহিত্য সমৃদ্ধ একটি সুন্দর ব্লগ

Sponsored by: VINNOMATRA

GoRiseMe.com

Followers

Wednesday 21 March 2018

একাত্তরের বধ্যভূমি ও মুজিবনগর ডাক দিয়েছে যুদ্ধে চলে যা

একাত্তরের বধ্যভূমি
বাদল মেহেদী




১.
একাত্তরের বধ্যভূমি খুঁজে দেখ পেয়ে যাবে আমার যৌবন
অস্থিগুলোয় পেয়ে যাবে শৈশবের ঘ্রাণ
খুঁজে দেখ পেয়ে যাবে পৃথিবীর আরেক সমৃদ্ধ জগত
মহাস্থানগড়ের মতো আরো এক সভ্যতা
পেয়ে যাবে মৌলিক চিন্তার মানুষ
তোমার পূজনীয় শিক্ষক, নির্ভিক সাংবাদিক
বিশিষ্ট ডাক্তার, ইঞ্জিনিয়ার, দেশপ্রেমিক যুবক
সবাইকে গাদাগাদি করে পাবে ঐটুকুন জায়গায়
কাদামাটির বুদবুদ ফুঁড়ে
ঐতো তাদের দীর্ঘশ্বাস বেড়িয়ে আসছে

এটাকে তোমরা আর বধ্যভূমি বলো না
আমার জাতির পুণ্যভূমি
এখানে যারা আছেন সবাই জাতির শ্রেষ্ঠ সন্তান
ওরা বারবার আসে, ওদের পুনর্জন্ম হয়
ওদেরকে হত্যা করলে ওরা আবার জেগে ওঠে
মানুষের বিবেককে নাড়া দেয়

বাংলার মাটি বধ্যভূমি হবে
শুধু ঐসব দেশদ্রোহী রাজাকার আর আলবদরদের জন্যে
যারা বিশ্বাসঘাতকতা করেছিল উনিশ' একাত্তরে



২.
মুজিবনগর ডাক দিয়েছে যুদ্ধে চলে যা
বাদল মেহেদী



মেহেরপুরে সূর্য উঠে -মেহেরপুরে সূর্য
ভোরের বাতাস গর্জে ওঠে ভৈরবী রণতুর্য
গাছে গাছে পাখিসব উড়ে উড়ে বলে,
স্বাধীনতার যুদ্ধ শুরু সবাই এসো চলে

স্বাধীনতা স্বাধীনতা গর্জে ওঠে দেশ
পরাধীনতার ভাঙবো শিকল ঘুচাবো সকল ক্লেশ
মুজিবনগর নামটি পেল অজপাড়াগাঁ
স্বাধীনতা আনতে হলে যুদ্ধে চলে যা

আমবাগানে হারিয়ে যাওয়া লাল সুরুজটা এনে
এবার তোরা বসিয়ে দে সবুজ জমিনে
স্বাধীনতা স্বাধীনতা বাংলা আমার মা
মুজিবনগর বলছে তোদের যুদ্ধে চলে যা




No comments:

Post a Comment

International