এগিয়ে চলার প্রত্যয়ে
এইউবিতে স্বাধীনতা দিবস উদযাপন
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮উদযাপন উপলক্ষে ২৫ শে মার্চ র্যালী, আলোচনা সভা, ২৬ মার্চ জাতীয় স্মৃতি সৌধে উপাচার্যের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ২৫ মার্চ সকালে এইউবি উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেকের এর নেতৃত্বে উত্তরায় অনুষ্ঠিত স্বাধীনতা র্যালীতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
২৫ মার্চ সকাল ১০.৩০ টায় এইউবির আয়েশা মিলনায়তনে রেজিস্ট্রার ড.মো: শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-এইউবির উপাচার্য অধ্যাপক ড.আবুল হাসান মুহাম্মদ সাদেক। এইউবি’র জনসংযোগ কর্মকর্তা মোঃ আতাউর রহমান এবং প্রভাষিকা মুক্তাশা দিনা চৌধুরীর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মো: লায়েকুজ্জামান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সার্ভিস কাউন্সিলের লিগ্যাল এডভাইজার এডভোকেট ড.জামিরুল আকতার, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট সাইফুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনা রাখেন, এইউবির পরীক্ষা নিয়ন্ত্রক কে এম মনিরুল ইসলাম, ইসলামের ইতিহাস-সভ্যতা বিভাগের প্রধান ড.আমিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো: শামসুজ্জামান প্রমুখ।
মোঃ আতাউর রহমান
No comments:
Post a Comment