Jagrotobibek24

তথ্য, বিনোদন, সমাজ, বিজ্ঞান ও সাহিত্য সমৃদ্ধ একটি সুন্দর ব্লগ

Sponsored by: VINNOMATRA

GoRiseMe.com

Followers

Monday 16 April 2018

মানুষ লোভে প্রভাবিত হয়

মানুষ লোভে প্রভাবিত হয়

নূরহাসনা লতিফ






লোভ শব্দের আভিধানিক  অর্থ কাম্য  বস্তু পাওয়ার প্রবল ইচ্ছা।পৃথিবীর প্রাণিকূলের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান প্রাণি মানুষ।সৃষ্টিকর্তা মানুষের ভেতরে বিভিন্ন উপাদানের সংমিশ্রণ ঘটিয়েছেন।শিক্ষা এমন একটা হাতিয়ার ।যার সাহায্যে মানুষ তার ভেতরের উপাদানগুলোকে সচল করে। তবে এগুলো  একদিনে সংঘটিত করে না, দিনে দিনে তা  ভেতরের অসংখ্য নার্ভকে জাগ্রত করে। সবচেয়ে বড় উপাদন মানুষের মন। দেখা যায় না চোখে  কিন্তু এর কার্যক্রম অনেক বড়। লোভের সঙ্গে মিশ্রণ ঘটিয়ে বিরাট অপকাণ্ড করে ফেলতে পারে। মনকে বিশুদ্ধ রাখা কঠিন কাজ। ফিল্টারে পানি ছাকার মত এই  পরিশুদ্ধি। এর জন্য চাই ঘরের ও বাইরের পরিবেশ। পৃথিবীতে যত অপকাণ্ড ঘটে তার সবটাই লোভের জন্য। লোভে পড়ে মানুষ প্রতারিত করে   নিজেকে। লোভের জন্যই মানুষ  চুরি করে, ডাকাতি করে। করে দুর্নীতি। চেষ্টা করে মানুষকে ঠকাতে। লোভ অনেক প্রকারের হয় তবে আর্থিক লোভ সবচেয়ে বড় লোভ। অন্যের টাকা দেখলে্ বা হাতে এলে  মাথা ঠিক থাকে না। টাকা নিজের করার জন্য পাগল  হয়ে যায়। ঝগড়া, বিবাদ, খুন খারাবি হয়। জমি জমা সংক্রান্ত  মামলা মোকদ্দমা এগুলোও লোভের ফল। মানুষ  নিজেকে এতো ভালোবাসে যে নিজের সুখের জন্য অন্যের সর্বস্ব হাতিয়ে নেয়। অনেকে ইয়াতিমের   সম্পত্তিতে ভাগ বসায়। এখন শুরু হয়েছে ব্যাংক লুটের ব্যাপার। এতে বিরাট চক্র কাজ করে। গোপনে কৌশলে ব্যাংক থেকে টাকা হস্তগত করে। টাকার পর মানুষের ভেতর মাথা চাড়া দেয় অন্য রকম লোভ। সে হচ্ছে দৈহিক লোভ এটাও কম নয়। ধ্বংসের পথে নিয়ে যায়্। এর থেকেই হয় ধর্ষন, খুন, সংসারের ভাঙ্গন।।কাগজ খুললেই এসব চোখে পড়ে। আরও  এক রকমের লোভ আছে সে হচ্ছে ক্ষমতার লোভ। এই ক্ষমতার জন্য মানুষ কি না  করে। রাজনৈতিক কারণই এর বড় কারণ । দেশে বিদেশে ক্ষমতার লোভ আছে। একটা দল ক্ষমতায় এলে অন্যটা বেশি করে সচল হয়। দলের  স্বার্থ দেখা হয় । এখানেও প্রচুর টাকার খেলা চলে। অনেকে ক্ষমতা ও টাকা দুই এর  লোভেই রাজনীতিতে অংশ  নেয় । সারা বছর ক্ষমতা প্রাপ্ত দল ও বিরোধী দলের  মধ্যে কোনোনা  কোন ব্যাপারে মতবিরোধ আছে। ক্ষমতার লোভ আর ক্ষমতার দ্বন্দ্ব চলতেই থাকে। লোভের একটা ভাল দিক আছে, কারো পরীক্ষার ভালো রেজাল্ট দেখে ভালো রেজাল্ট করার লোভ হতে পারে ছাত্রছাত্রীর।  তখন সেই পথ ধরে তারাও ভালো রেজালট করতে পারে। ঘরই ছেলেমেয়েদের শিক্ষার  প্রথম ধাপ। বাবার অনেক টাকা থাকতে পারে সেই টাকা বেশিবেশি খরচ করে অধিক লোভী বানানো ঠিক নয়। কারণ নিজের জীবনে সেই পরিমাণ টাকা না পেলে অর্থ লোলুপতা থেকে যায়। এক  সময় লোভ থেকেই অপরাধ প্রবণ হয়ে ওঠে। প্রয়োজনে বাবা মা কৃত্তিম সঙ্কট সৃষ্টি করে   অধিক খরচ থেকে বিরত রাখবে। নৈতিক মূল্যবোধ গড়ার দায়িত্ব পরিবারের। বাবা মাকেই সন্তান অনুসরণ করে । প্রচলিত কথা আছে আদর্শ বাবার আদর্শ ছেলে। সঠিক পথে সঠিক মূল্যে যদি ছেলেকে তৈরি করা যায় আগামি দিনগুলো তাদের জন্য সুন্দর। বাবার লোভ না থাকলে ছেলেরো থাকবে না। দৈহিক ব্যাপারের লোভটা আসে অবাধ স্বাধীনতা থেকে। শুরু থেকেই সংযত হওয়ার অভ্যাস গড়তে হয়, মন্দটা ভালোভাবেই বোঝাতে হবে। ভালো খাওয়ার লোভ, ভালো থাকার লোভ একজন অন্যের দেখে শিখবে। এখানে সুশিক্ষাও পরিশ্রম কাজ করে। ভালো দিকটা আসে বিবেচনায়। লোভ ভালো কিছু বয়ে আনে না, লোভের পেছনে থাকে দুঃখ, কান্না। লোভ করতে গিয়ে কত মানুষ ধ্বংস হয়ে যায়। কত জনের সাজানো সংসার গুড়ি য়ে যায়। তাই প্রবাদ আছে লোভে পাপ, পাপে মৃত্যু।

লেখক: কথাসাহিত্যিক

No comments:

Post a Comment

International