ভিন্নমাত্রা লেখক সংসদ- এর শুভ উদ্বোধন
আজ মাসিক ভিন্নমাত্রা'র কার্যালয়ে কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ'র 
সভাপতিত্বে এক আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়। আলোচনার এজেন্ডা 
অনুযায়ী একটি লেখক সংগঠন প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং সকলের 
মতামতের ভিত্তিতে " ভিন্নমাত্রা লেখক সংসদ " নামকরণ করা হয়। সংগঠনের নামকরণ
 শেষে  শুভ উদ্বোধন  করেন এ সময়ের বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক নূরহাসনা 
লতিফ।
আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক
 বাদল মেহেদী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- তরুণ গবেষক ও লেখক 
এইচ.এম মুশফিকুর রহমান। আলোচনা করেন কথাসাহিত্যিক রিনা সরকার। 
এছাড়াও 
উপস্থিত ছিলেন- কবি ও নাট্যকার সাইদ তারেক, মুহাম্মদ সেলিম রেজা প্রমুখ।  
সংগঠনের আহ্বায়ক হিসেবে আলোচনা করেন-  কবি, কথাসাহিত্যিক ও মাসিক 
ভিন্নমাত্রার সম্পাদক মুহাম্মদ মাসুম বিল্লাহ। 
লেখকদের মিলনমেলা, আড্ডা, 
কবিতা পাঠ, লেখা পাঠ -আলোচনা-সমালোচনা ও প্রকাশের প্রয়াসে গঠিত সংগঠনটির 
প্রয়োজনীয়তা উপলব্ধি করে বলেন- উত্তরায় বসবাসরত প্রথিযশা কবি, সাহিত্যিকদের
 সংঘবদ্ধ করে  এবং তাঁদের সহযোগিতায় নতুন লেখক তৈরি করা, সর্বোপরি একজন 
ভালো লেখক তৈরি করার প্রয়াস এ সংগঠনটির মূল উদ্দেশ্য। এ জন্য তিনি সকলের 
সহযোগিতা কামনা করেন।
 
 
 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment