নতুন দিন
মাযহারুল ইসলান অনিক
নতুন বছর নতুন সাজে আসছে দেখো ওই
আউশ আমন ঘরে তুলে গেলি তোরা কই?
বিনতি পিসী নানান রঙ্গে পড়ছে চুলে ফিতে,
খালি পায়ে উঠোন মাঝে নাচছে যে তার মিতে।
ধুলোবালি ঝেড়ে-ঝুড়ে সারছে সবাই কাজ
হালখাতার ওই মিষ্টি খেয়ে ধরছে নানান সাজ।
রহিম কাকা উড়ে এসে কষছে যোগের গুন,
এক পয়সা দিতে গিয়ে করবো না ধুনফুন।
মেলার মাঠে বাচ্চাগুলো চড়ছে নাগর দোলা,
ইচ্ছে রঙ্গে মাততে গিয়ে থাকছে যে সব খোলা।
ঢোল ঢাকি সানাই সুরে করছে নানান খেলা
নতুন দিনের আগমনে কাটছে সারা বেলা।
মাযহারুল ইসলান অনিক
নতুন বছর নতুন সাজে আসছে দেখো ওই
আউশ আমন ঘরে তুলে গেলি তোরা কই?
বিনতি পিসী নানান রঙ্গে পড়ছে চুলে ফিতে,
খালি পায়ে উঠোন মাঝে নাচছে যে তার মিতে।
ধুলোবালি ঝেড়ে-ঝুড়ে সারছে সবাই কাজ
হালখাতার ওই মিষ্টি খেয়ে ধরছে নানান সাজ।
রহিম কাকা উড়ে এসে কষছে যোগের গুন,
এক পয়সা দিতে গিয়ে করবো না ধুনফুন।
মেলার মাঠে বাচ্চাগুলো চড়ছে নাগর দোলা,
ইচ্ছে রঙ্গে মাততে গিয়ে থাকছে যে সব খোলা।
ঢোল ঢাকি সানাই সুরে করছে নানান খেলা
নতুন দিনের আগমনে কাটছে সারা বেলা।
 
 
 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment