Jagrotobibek24

তথ্য, বিনোদন, সমাজ, বিজ্ঞান ও সাহিত্য সমৃদ্ধ একটি সুন্দর ব্লগ

Sponsored by: VINNOMATRA

GoRiseMe.com

Followers

Wednesday 4 April 2018

শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ: দেশি বিদেশি শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ

শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ: দেশি বিদেশি শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ



এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ দেশি বিদেশি শিক্ষকদের জন্য Creative Question Based on Revised Bloom’s Taxonomy: a Pathway to Improve Thinking”  শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি আয়েশা মিলনায়তনে আয়োজন করে। প্রশিক্ষণে ব্লুমস ট্যাক্সোনমির তিনটি ক্ষেত্র জ্ঞানমূলক (Cognitive), আবেগিক (Affective), মনোপেশীজ (Psychomotor) এর উপর এবং সৃজনশীল প্রশ্ন (Creative Question) পদ্ধতির উপর ভিন্ন ভিন্ন সেশনে ভিডিও, এনিমেশন এবং অডিও দিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, অভিজ্ঞতা শেয়ারিং ও ব্রেইন স্টোর্মিং পদ্ধতিতে আলোচনা করা হয়। 


পরবর্তীতে আইটেম স্পেসিফিকেশন টেবিল (যাকে আদর্শ অভীক্ষার নীল নকশা বলা হয়) ব্যবহার করে প্রশিক্ষণার্থীরা আদর্শ সৃজনশীল প্রশ্ন প্রণয়ন করে তা উপস্থাপন ও ডিবেটে ডিফেন্ড করে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভিসি অধ্যাপক ড. আবুল হাসান এম. সাদেক। মডারেটর ছিলেন বিভাগীয় প্রধান জনাব এস. এম. গোলাম রাব্বানী। ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন বিভাগীয় শিক্ষক জনাব আরিফুর রহমান, নূরুল ইমরান ও হাফসা আফরোজ।



মোঃ আতাউর রহমান 

No comments:

Post a Comment

International