ইস্টার্ন ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস ২০১৮ উদ্যাপিত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) ২৬ মার্চ ২০১৮ তারিখে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান, লে. জেনারেল (অবঃ) এম হারুন-অর-রশিদ, বীর প্রতীক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান, জনাব আবুল খায়ের চৌধুরী, এবং ভর্তি কমিটির চেয়ারম্যান জনাব মোঃ আলী আজ্জম।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় মুক্তিযুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ২৬৬ দিনের প্রতিটি মুহূর্তেই ছিল বর্ণনাময়। স্বাধীনতা অজর্নের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। সবার আন্তরিক প্রচেষ্ঠাই কেবল জাতি হিসেবে আমাদের পরিপূর্ণ স্বাধীন ও আত্মনির্ভরশীল করে তুলবে। ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারপার্সন, শিক্ষক, কর্মকর্তা, ও শিক্ষার্থীবৃন্দ।
No comments:
Post a Comment