পহেলা বৈশাখ
মোহাম্মদ অংকন
বছর ঘুরে আসলো আবার
পহেলা বৈশাখ
সেই আনন্দে বাজাও সবাই
ঢোল ও ঢাক।
পান্তা-ইলিশ খাওরে সবাই
দেখতে যাও মেলা
ঘোড়ায় চড়ে, গান গেয়ে
স্ফূর্তি কর সারাবেলা।
মেলা থেকে কিনো সবাই
লাটাই আর ঘুড়ি,
সেই ঘুড়িতে সওয়ার করে
চাঁদে জমাওপাড়ি।
আনন্দে উল্লাসে ভুলে যাও
অতীতের শোক
নববর্ষের দিনটি সবারই
আনন্দের হোক।
মোহাম্মদ অংকন
বছর ঘুরে আসলো আবার
পহেলা বৈশাখ
সেই আনন্দে বাজাও সবাই
ঢোল ও ঢাক।
পান্তা-ইলিশ খাওরে সবাই
দেখতে যাও মেলা
ঘোড়ায় চড়ে, গান গেয়ে
স্ফূর্তি কর সারাবেলা।
মেলা থেকে কিনো সবাই
লাটাই আর ঘুড়ি,
সেই ঘুড়িতে সওয়ার করে
চাঁদে জমাওপাড়ি।
আনন্দে উল্লাসে ভুলে যাও
অতীতের শোক
নববর্ষের দিনটি সবারই
আনন্দের হোক।
 
 
 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment