এক একটি মেঘ
আখতারুল ইসলাম
একটি মেঘে সাদা পাহাড়
একটি স্রোতের নদী,
মেঘেরা আজ পাহাড়-নদী
ছুটছে নিরবধি।
একটি মেঘে ফুলের বাগান
জলের কণা ফোঁটে,
একটি আবার মেঘবালিকা
রঙধনুটা ঠোঁটে।
একটি মেঘে চাঁদ লুকিয়ে
খাচ্ছে হুটোপুটি,
একটি যেন কিশোর মুঠি
তপ্ত রোদের জুটি।
এক একটি মেঘ পাখির ডানা
ওড়ে নদীর তীরে,
সারি সারি মেঘের মিছিল
সূর্যটাকে ঘিরে।
আখতারুল ইসলাম
একটি মেঘে সাদা পাহাড়
একটি স্রোতের নদী,
মেঘেরা আজ পাহাড়-নদী
ছুটছে নিরবধি।
একটি মেঘে ফুলের বাগান
জলের কণা ফোঁটে,
একটি আবার মেঘবালিকা
রঙধনুটা ঠোঁটে।
একটি মেঘে চাঁদ লুকিয়ে
খাচ্ছে হুটোপুটি,
একটি যেন কিশোর মুঠি
তপ্ত রোদের জুটি।
এক একটি মেঘ পাখির ডানা
ওড়ে নদীর তীরে,
সারি সারি মেঘের মিছিল
সূর্যটাকে ঘিরে।
 
 
 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment