অনুষ্ঠিত হলো- উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাব এর উদ্যোগে
ঈদ পূণর্মিলনী ও গুণীজন সম্মাননা-2018
জেবি২৪: উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাব এর উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনূষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এড. সাহারা খাতুন এম.পি। 
উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাব এর উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও
 গুণীজন সম্মাননা অনুষ্ঠান উত্তরার সী- সেল রেস্টুরেন্ট অডিটোরিয়াম এ 
অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন - সাবেক স্বরাষ্ট্র,  ডাক ও 
টেলিযোগাযোগ মন্ত্রী  এড, সাহারা খাতুন এম.পি,  সভাপতি ছিলেন - উত্তরা 
সেন্ট্রাল প্রেসক্লাব এর সভাপতি জনাব জুয়েল
 আনান্দ,  অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শেখ মাসুম হায়দার। উপস্থিত ছিলেন - 
উত্তরা পূর্ব থানার ওসি জনাব নূরে আলম সিদ্দিক, উত্তরখান থানার ওসি জনাব 
হেলাল উদ্দিন,   আলহাজ্ব মফিজ উদ্দিন বেপারি, রাজু আহমেদ,   আলহাজ্ব  নাজিম
 উদ্দিন, সালাউদ্দিন খোকা,  সাংবাদিক  আমিনুল ইসলাম, সাংবাদিক  মনির হোসেন 
জীবন,  সাংবাদিক লায়ন সালাউদ্দিন আহমেদ, রুমা আজাদ প্রমুখ। অনুষ্ঠানে 
বক্তব্যরত (Image-3) মুহাম্মদ মাসুম বিল্লাহ - সহ সভাপতি,  উত্তরা সেন্ট্রাল 
 প্রেসক্লাব।
 
 


 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment