অনুষ্ঠিত হলো ড. মুহাম্মদ শহীদুল্লাহ গুণীজন সম্মাননা -২০১৮
২০ জুলাই বিকেল ৫ টায় শাহবাগস্থ পাবলিক লাইব্রেরির ভি আই পি সেমিনার হলে অনুষ্ঠিত হলো ড. মুহাম্মদ শহীদুল্লাহর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান। মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স এর সভাপতিত্বে ও মুহাম্মদ মাসুম বিল্লাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন এর চেয়ারম্যান আবুল বাশার হাওলাদার, এডভোকেট এম এ হালিম, বীর মুক্তিযোদ্ধা আ খ ম মাহফুজুর রহমান, অধ্যক্ষ রেজাউজ্জামান, অধ্যক্ষ মোশারফ হোসেন মুকুল, অধ্যাপক হাসিনা ইসলাম সীমা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, স্বাধীনতা সংসদ এর মহাসচিব সাহেদ আহাম্মেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন- জাগ্রতবিবেক২৪.কম এর সিও মুহাম্মদ সেলিম রেজা। 
জেবি২৪.কম
 
 
 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment