সময়ের আর্তনাদ
-আবুল খায়ের
অকালে ব্যয় করে, যৌবণে কাঙ্গাল
সময় কাজে আসবে না, হবে নাকাল।
সুরের মূর্ছনায় ধরতে হবে তাল
ব্যাটে-বলে মিল না হলে,
হবে শ্রোতার আকাল।
দিক দিগন্তে তাকিয়ে অসময়ে
পাবে নাকো জীবন সঙ্গী
মরণ কামড় দিতে সদা করবে অঙ্গভঙ্গি।
হিতকে করতে বিপরীত আছে যত বিচ্চুর দল,
বুকের ওপর বসে তবে করছ কেন ছল।
বাঙ্গালি তুমি থাকবেই-কবে হবে মানুষ
নিজকে নিয়েই থাকো তুমি সদা বেহুশ।
করছো ক্যান তবে বৃথা আস্ফালন,
নিজেকে চিনতে পারনি তুমি জঙ্গি
রূপের বাজারে তুমি রূপালি
বর্ণচোরা আছে যত চৌরঙ্গী।
-আবুল খায়ের
অকালে ব্যয় করে, যৌবণে কাঙ্গাল
সময় কাজে আসবে না, হবে নাকাল।
সুরের মূর্ছনায় ধরতে হবে তাল
ব্যাটে-বলে মিল না হলে,
হবে শ্রোতার আকাল।
দিক দিগন্তে তাকিয়ে অসময়ে
পাবে নাকো জীবন সঙ্গী
মরণ কামড় দিতে সদা করবে অঙ্গভঙ্গি।
হিতকে করতে বিপরীত আছে যত বিচ্চুর দল,
বুকের ওপর বসে তবে করছ কেন ছল।
বাঙ্গালি তুমি থাকবেই-কবে হবে মানুষ
নিজকে নিয়েই থাকো তুমি সদা বেহুশ।
করছো ক্যান তবে বৃথা আস্ফালন,
নিজেকে চিনতে পারনি তুমি জঙ্গি
রূপের বাজারে তুমি রূপালি
বর্ণচোরা আছে যত চৌরঙ্গী।
 
 

 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment