পত্র পাতায় তুমি ...... 
এমডি সাইফুল আলম
(আমেরিকা প্রবাসী) 
পত্র পাতার খামে ভরে
ডাক পাঠালাম তোমায়,
খামের ভেতর সেই পত্রে
পেয়েছ কি আমায় ?
মনের ভয়ে যখন তুমি
থাকো ঘরের কোণে,
আমি তোমায় খুঁজে বেড়াই
মনের ঘন বনে ।
তোমায় নিয়ে স্বপ্ন বুনি
আঁকা তুলির পরশে,
না পেলে তাই কেমনে বলি ?
আছি তোমার পাশে ।
সন্ধ্যা রাতে দেখি আমি
জোনাকির ঐ আলো,
পত্র পাতার রাজকন্যা
তুমিই চাঁদের আলো ।

 
 
 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment