জাগ্রতবিবেক২৪.কম
 এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ (এইউবি) তে 
পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত
এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ (এইউবি) তে পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয় ১৮ জুলাই ২০১৮ তারিখে। ইউনিভার্সিটির সকল সেমিস্টার পরীক্ষা যথাযথ ভাবে বাস্তবায়ন এবং একটি সুস্থ ও সুন্দর পরীক্ষা অনুষ্ঠানের লক্ষে ইউনিভার্সিটি প্রত্যেক  সেমিস্টারে এ মিটিং করে থাকে । সভায় নির্ভুল ও মানসম্মত প্রশ্নপত্র তৈরি, সুষ্ঠ পরীক্ষা পরিচালনা এবং সঠিক সময় পরীক্ষা শেষসহ অন্যন্য নিষয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক  সভায় উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন  ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাফর সাদেক, পরীক্ষা নিয়ন্ত্রক মনিরুল ইসলাম এ ছাড়া সকল বিভাগের প্রধাণগন উপস্থিত ছিলেন । 
মোঃ জোবায়ের হোসাইন 
জনসংযোগ কর্মকর্তা
 
 
 
 
 
 
 
 
![গুরুত্বপূর্ণ লিংক সমূহ:- [Software]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7Uhk0-zI7vLfnGe-FcxKizqCZhwcVa3RIvE-sqtRVJO9LHwDe8nREY9vUfEcbzGu6-FiohrFp0tdm2Ta3t59p74gB46tZJjd2Wm4H3eqSrqKvw8E2eoxPWuQ-xI506nMaqyL4w5gDU8/w72-h72-p-k-no-nu/2.jpg) 
 
 
 
 

 
 
No comments:
Post a Comment